পত্রিকা প্রতিনিধি : নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে, পুলিশের গফিলতির অভিযোগ তুলে, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকরা। শনিবার দুপুরে মেদিনীপুর জেলার ঘাটাল থানা সিংহডাঙ্গা এলাকায় বিজেপি রাজ্য সড়ক অবরোধ ঘিরে দেখা দেয় তীব্র যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘাটাল থানার পুলিশ, পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। জানাযায় শুক্রবার সন্ধ্যায় ঘাটালের রাধানগর এলাকার কমরসা গ্রামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে বাড়িতে একা পেয়ে দুই যুবক গণধর্ষণ করে, ওই নাবালিকার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন তৎক্ষণাৎ অভিযুক্ত দুই যুবক পালিয়ে যায়। সেই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এই অবরোধ। এবিষয়ে ঘাটাল পূর্ব মন্ডলের বিজেপি নেতা তাপস পান বলেন” আমরা চাই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিক তানা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। ঘাটাল থানার পুলিশ সূত্রে খবর অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে কাল তাদের পাঠানো হবে মেদিনীপুর আদালতে।
0
previous post