Home » দিঘায় বেড়াতে যেতে লাগবে কোভিড টেস্টের রিপোর্ট, নির্দেশকা জেলা প্রশাসনের

দিঘায় বেড়াতে যেতে লাগবে কোভিড টেস্টের রিপোর্ট, নির্দেশকা জেলা প্রশাসনের

by Biplabi Sabyasachi
0 comments

Covid test report

আরও পড়ুন ঃকরোনা আবহে রথযাত্রা বন্ধ মেদিনীপুর শহরে, মন্দির চত্বরে ধর্মীয়রীতি চাক্ষুষ করতে বিপুল উচ্ছ্বাস

পত্রিকা প্রতিনিধিঃ এরাজ‍্যে করোনা সংক্রমণ ধীরে ধীরে নিন্মমুখী হলেও ভয় বাড়াচ্ছে করোনার তৃতীয় ঢেউ। আর পরিস্থিতিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ‍্য সরকার(State Government)।আর এর ফলে সরকারি ও বেসরকারি বাস চলাচলে শুরু হরেছে। এই পরিস্থিতিতে পর্যটকেরা সবকিছু উপেক্ষা করেই  কয়েকদিন ধরেই দিঘা(Digha) পরিভ্রমণ করার জন্য বাস , মোটরবাইক ও ছোট গাড়ি চেপে হাজির হচ্ছেন । যা দেখে মনে করা হচ্ছে, করোনা–আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে সৈকত সুন্দরী দিঘা। এতে খুশির হাওয়া পর্যটন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবসায়ীর মধ্যে। তাঁদের আশা, আগামী দিনে দিঘায় পর্যটকদের আসা আরও বেড়ে যাবে।তবে করোনার তৃতীয় ঢেউ-এর সংক্রমণ রুখতে ইতিমধ্যে কঠোর পদক্ষেপ গ্ৰহণ করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সমুদ্র সৈকত দিঘা যেতেও লাগবে কোভিড টেস্টের রিপোর্ট। নাহলে সঙ্গে নিয়ে যেতে হবে কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট। সোমবার পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলা প্রশাসনের (District Magistrate) তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।আর সেই নির্দেশিকায় পর্যটকদের কোভিড টেস্টের রিপোর্ট অথবা কোভিড (Covid) সার্টিফিকেট (Cirtificate) বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি একাধিক নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছেে। আর সেখানে বিধিনিষেধ পালন যেমন পর্যটকদের দায়িত্ব, একইভাবে পর্যটকরা হোটেল কর্তৃপক্ষের দায়িত্ব।

প্রশাসন সূত্রে খবর , দিঘায় আসার ৪৮ ঘণ্টা আগে করা করোনা পরীক্ষার রিপোর্ট গ্রহণযোগ্য হবে। তবে তার আগের রিপোর্ট গ্রাহ্য করা হবে না বলেও জানিয়েছেন তিনি। হোটেলে প্রবেশের আগে প্রত্যেক পর্যটককে পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে অথবা দু’টি টিকা নেওয়ার শংসাপত্র দেখাতে হবে। পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই নির্দেশ কাঁথি মহকুমা এলাকার সমস্ত পর্যটন কেন্দ্রের হোটেল এবং কটেজগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাছাড়া দিঘায় পর্যটকদের গতিবিধি বাড়ার জেরে সৈকত তীরবর্তী এলাকাগুলিতে জীবাণুনাশক ছড়ানো হচ্ছে। দমকল বিভাগের কর্মীরা রামনগর থেকে দিঘা পর্যন্ত বিস্তীর্ণ সৈকত সরণিতে জীবাণুনাশক ছড়াচ্ছেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid test report

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.