Home » কাঁথিতে তৃণমূলের মিছিলে বোমাবাজি , বিজেপির কোনও সম্পর্কই নেই দাবি তৃণমূল নেতার অখিলের

কাঁথিতে তৃণমূলের মিছিলে বোমাবাজি , বিজেপির কোনও সম্পর্কই নেই দাবি তৃণমূল নেতার অখিলের

by Biplabi Sabyasachi
0 comments

Trinamool Procession

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ।মঙ্গলবার দেশপ্রান ও দ্বারিয়াপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন মিছিল হয়। পেটুয়া মৎস বন্দরের কালিপূজা অন্য দল ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে পেটুয়াঘাট জুনপুট কোস্টাল থানায় ডেপুটেশন দিতে আসার সময় তৃণমূলের মহিলাদের ধরে টানাটানি করে, এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল দলেরই বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে।

আরও পড়ুন:- ১৩ লক্ষ ৫০ হাজার টাকা তছরুপের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের গড়মাল গ্রাম পঞ্চায়েতের সচিবের বিরুদ্ধে

Trinamool Procession
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- মেদিনীপুর শহর ও শহর সংলগ্ন ছেড়ুয়ায় ৬০ কেজিরও বেশী নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল পুলিশ

জানা গিয়েছে, কাঁথি দেশপ্রাণ পেটুয়া মধ্যে দুটি কালী পুজো হচ্ছিল। একটি পুজো প্যাণ্ডেল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে জুনপুট উপকূল থানায় অভিোগও জানানো হয়েছিল। কিন্তু অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি৷ এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে অভিযুক্তদের গ্রেফতারে দাবিতে আবারও থানায় ডেপুটেশন দিতে যায় ক্লাবের নেতৃত্বরা৷ ঘটনাচক্রে তাঁরা সকলেই তৃণমূলের স্থানীয় নেতৃত্ব৷ অভিযোগ, ডেপুটেশন দিতে যাওয়ার সময় তাঁদের লক্ষ্য করে বোমাবাজি করা হয় ৷

আরও পড়ুন:- খড়্গপুর-টাটা লাইনে লোকাল ট্রেন চালু না হওয়ায় ঝাড়গ্রামে বামেদের বিক্ষোভ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে৷ অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাল্টা বোমা ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা৷ আর এই ঘটনায় জখম হয় প্রায় ৬ জন । তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরপরই কাঁথি থেকে আরও পুলিশ বাহিনী রওনা দেয় ঘটনাস্থলের উদ্দেশ্যে৷কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা বলেন, “পুজো প্যান্ডেল ভেঙে দেওয়া নিয়ে থানায় ডেপুটেশন ছিল। সেই সময় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা বোমাবাজি করে। পুলিশকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছি৷’’

আরও পড়ুন:- ‘বিধানসভা ভোটে দলে থেকে অন্য দলের কাজ করায় এমন ফল’!, মেদিনীপুরে মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের

আরও পড়ুন:- কালী পুজোর আগেই মেদিনীপুর শহরের উপকণ্ঠে হাতির পাল, সতর্ক বন দফতর

অপরদিকে রাজ‍্যের তৃণমূল নেতা অখিল গিরি বলেন , বিধানসভা থেকে ফিরেই এই ঘটনার কথা শুনলাম। তবে এই ঘটনা নিয়ে বিজেপি কি বলল তা আমি জানি না। এই ঘটনায় বিজেপির কোন সম্পর্ক নেই। তবে একটি ডেপুটেশন কেন্দ্রকে কয়েকজনের মধ্যে এই ঘটনা ঘটেছে। তবে তৃণমূলের অভিযোগ উড়িয়ে কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সংস্কার -সংস্কৃতিকে ধ্বংস করছে। তাছাড়া এই নিদর্শন সমাজের মানুষের ক্ষতি করছে।পশ্চিমবঙ্গের সমাজ-সংস্কৃতি ধ্বংসের জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী থাকবে। তাছাড়া তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে এমন ঘটনা। তৃনমূল দোষ বিজেপি উপর চাপানো চেষ্টা চলছে৷ এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই৷’’

আরও পড়ুন:- মাধ্যমিক ৭ মার্চ, উচ্চ মাধ্যমিক ২ এপ্রিল থেকে, একনজরে দেখে নিন কবে কোন পরীক্ষা

আরও পড়ুন:- কাঁথিতে তৃণমূলের তীব্র গৃহযুদ্ধ, কটাক্ষে পিছিয়ে নেই বিজেপিও

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Trinamool Procession

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

Web Desk, Biplabi Sabyasachi online paper: The deputation procession of Deshpran and Dwariyapur block Trinamool Congress was held on Tuesday in Contai of East Midnapore district. Kalipuja of Petua Mats Bandar allegedly snatched TMC women from the Petuaghat Junput Coastal Police Station on their way to deputation, accusing them of snatching another party, and accusing the party’s own opposition group of using obscene language.

It is learned that two Kali Puja were being performed in Contai Deshpran. Another group has been accused of breaking a puja pandal. A complaint was also lodged with the Junput Coast Police Station in protest of the incident. But the accused were not arrested In protest, the club leaders went to the police station again on Tuesday afternoon to demand the arrest of the accused. Incidentally, they are all local TMC leaders Allegedly, they were bombed while going to give deputation.

Police used batons to bring the situation under control. Allegedly, the miscreants started throwing counter bombs at the police And about 6 people were injured in this incident. However, more police forces were dispatched from Contaii to the spot to bring the situation under control. Tarun Kumar Jana, co-president of Panchayat Samiti of Contai Deshpran Block, said, At that time some BJP sheltered miscreants bombed. I have informed the police to take legal action. “

On the other hand, the state’s TMC leader Akhil Giri said, “I heard about this incident after returning from the assembly.” However, I do not know what the BJP said about this incident. The BJP has nothing to do with this incident. However, the incident took place at a deputation center. However, dismissing the Trinamool’s allegations, Contai Organizing District President Anup Chakraborty said, “The Trinamool Congress is destroying the reform culture of West Bengal. Moreover, this pattern is harming the people of society. The Trinamool Congress will be responsible for the destruction of the socio-culture of West Bengal. Moreover, such incidents are due to grassroots group quarrels. Attempts are being made to put TMC blame on BJP The BJP has nothing to do with it. “

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.