Trinamool Factionalism
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করল। কার্যত একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করলেন তাঁরা। প্রকাশ্যে এল কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা এবং মন্ত্রী অখিল গিরির গোষ্ঠী কোন্দল। যা নিয়ে কার্যত রাজনৈতিক সংঘাত দেখা দিয়েছে কাঁথিতে।স্বাভাবিকভাবেই এঘটনা জেলা তৃণমূল কংগ্রেসের ভিতর অস্বস্তি বাড়িয়েছে। বিড়ম্বনায় পড়েছে শাসকদল।
আরও পড়ুন:- বর্তমান পরিস্থিতিতে বিপন্ন শৈশব, তবুও সম্পূর্ণ হারিয়ে যায়নি দীপাবলিতে দেওয়ালি ঘর তৈরির উদ্দীপনা
প্রসঙ্গত , গত শুক্রবার কাঁথি দেশপ্রাণ ব্লকের বাসন্তিয়া স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের আয়োজিত বিজয়া সম্মেলনীতে নাম না করে অখিল গিরি ও তাঁর ছেলের নামে কটাক্ষ করা হয় বরংবার। সেখানে পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “বোঝাই যাচ্ছে অখিল গিরিবাবু একধারে সমান্তরাল একটা আলাদা লবি তৈরির চেষ্টা করছেন।”এরপর, গতকাল রামনগরে পানমাণ্ডিতে মহিলা তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতে উপস্থিত হন মৎস্যমন্ত্রী অখিল গিরি। তিনি কার্যত নাম করেই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা ও কাঁথি ১ ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েনের বিরুদ্ধে কটাক্ষ করেন।
আরও পড়ুন:- মেদিনীপুরে বেসরকারি নির্ণয় হাসপাতালে হামলার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কর্তৃপক্ষের
পাশাপাশি কাঁথিতে যারা বিজেপি করেছে, “যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছে তাদের আশ্রয়স্থল এখন হয়েছে গিরি পরিবার”। তাছাড়া তিনি নিজে দায়িত্ব নিয়েই বিধানসভায় ক্ষতিগ্রস্ত করেছেন বলে কটাক্ষ করেছেন কাঁথি ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহ সভাপতি তরুণ জানা। তবে রামনগরের বিধায়ক তথা মৎস্য মন্ত্রী অখিল গিরি বলেন , যে শিবিরে ছিলেন প্রদীপ গায়েন ও তরুণ জানা ছিলেন শিবির থেকে অনেক চক্রান্ত হয়েছিল।
আরও পড়ুন:- দাসপুরে নদীবাঁধে ফাটল, তলিয়ে গেল বহু বাড়ি, পরিদর্শনে বিধায়ক,এসডিও
আরও পড়ুন:- কালীপুজোয় মাটির প্রদীপের কদর কমেছে, তবুও আশাবাদী মৃৎশিল্পীরা
নিজেদের চেহারাটা আয়নায় দেখলে তা প্রমাণ হয়ে যাবে। তরুণবাবু তার নিজের ব্লকটা সামলাক। প্রদীপ বাবু নিজের চেহারাটা আয়নায় দেখুক। তাহলে প্রমাণ হয়ে যাবে কে দুর্নীতিগ্রস্ত, কে দুর্নীতিগ্রস্ত নয় । অপরদিকে, পাল্টা সোশ্যাল মিডিয়ায় সরব কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ কুমার মাইতি। তিনি ফেসবুকে লিখেছেন,” একটাই লাইন-একটাই দল। টিম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লাইনে প্রত্যেককে থাকতে হবে,প্রত্যেককে কাজ করতে হবে। বিচ্ছিন্ন চিন্তা করলে আপনি দূরে চলে যাবেন, মেন লাইনে থাকতে পারবেন না।”
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে অবৈধ গ্যাস গোডাউনে হানা পুলিশের
আরও পড়ুন:- ভর্তি না নিয়ে প্রসূতিকে ফেরানোর অভিযোগ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে
তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, এই সমাজটি সবার। আর এই সমাজে তৃণমূল কংগ্রেস যে বিষ ছড়াচ্ছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। তাছাড়া এই ধরনের নোংরা রাজনীতি ঘরের মধ্যে করলেই ভালো বলে কটাক্ষ করেন তিনি।
আরও পড়ুন:- পরিবেশ রক্ষায় সচেতনতা যাত্রা, সাইকেল চালিয়ে ১০৬ কিলোমিটার পাড়ি দিলেন মেদিনীপুর রেঞ্জের আধিকারিক
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Trinamool Factionalism
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Trinamool factionalism intensified in Contai in East Midnapore district. They practically threw mud at each other. Publicly, Tarun Jana, vice-president of the Panchayat Samiti of Contai Deshpran block, and Akhil Giri’s group quarrel. The incident has naturally caused political unrest in Contai. Naturally, the incident has increased unrest within the district Trinamool Congress. The ruling party is in trouble.
Incidentally, Akhil Giri and his son were mocked at the Trinamool Congress’ Vijaya Sammelan organized at the Basantia school ground in Kanthi Deshpran block last Friday. Speaking on the occasion, the Panchayat Samiti vice-president said, “It means that Akhil Giribabu is trying to form a separate parallel lobby.” He taunted Tarun Jana, co-president of the Panchayat Samiti, and Pradeep Gain, president of the Panchayat Samiti in Contai 1 block.
As well as those who did the BJP in Kanthi, “those who fought against the Trinamool Congress have now become the refuge of the Giri family”. Moreover, Tarun Jana, Trinamool co-president of Contai 2 Panchayat Samiti, joked that he had damaged the assembly by taking responsibility. However, Ramnagar MLA and Fisheries Minister Akhil Giri said that Pradeep Gain and Tarun knew that there was a lot of conspiracy in the camp.
Seeing your face in the mirror will prove it. Tarunbabu manages his own block. Let Pradeep Babu look at himself in the mirror. Then it will be proved who is corrupt and who is not corrupt. On the other hand, Tarun Kumar Maiti, president of Sarab Contai Organizing District, on counter social media. He wrote on Facebook, “One line – one team. Team Mamata Banerjee. Everyone has to be on that line, everyone has to work. If you think of isolation, you will go away, you will not be able to stay in the mainline. ”
The BJP has not stopped mocking this TMC factionalism. Anup Chakraborty, president of Contai Organizing District, said, “This society belongs to everyone. And we strongly protest against the poison that the Trinamool Congress is spreading in this society. Moreover, he joked that it is better to do such dirty politics in the house.