Home » ‘যশ’ (Yass) বিধ্বস্ত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এগরা ও পাঁশকুড়ায় কয়েক হাজার বাদাম চাষি

‘যশ’ (Yass) বিধ্বস্ত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এগরা ও পাঁশকুড়ায় কয়েক হাজার বাদাম চাষি

by Biplabi Sabyasachi
0 comments

Cultivation

আরও পড়ুন ঃডেবরায় রাস্তার বেহাল দশা ! করোনা রোগীকে আনতে এসে বিপাকে অ্যাম্বুলেন্স

পত্রিকা প্রতিনিধিঃ গতবছর আম্ফান ঝড়ের কারনে প্রবল বর্ষনে ক্ষতির মুখে পড়েছিল পূর্ব মেদিনীপুর জেলার এগরা (Egra) ও পাঁশকুড়া (Panskura) চীনাবাদাম (Peanuts) চাষিরা। বছর ঘুরতে না ঘুরতেই এবছর ‘যশ’ (Yass)প্রভাবে ভারী বৃষ্টির ফলে জলের তলায় চীনাবাদাম (Peanuts)চাষ। ক্ষতিগ্রস্ত প্রায় হাজার হাজার বাদাম চাষী। ব্যাঙ্ক থেকে লোন নিয়ে চাষ করা বাদাম নষ্ট হয়ে যাওয়ার ফলে মাথায় হাত চাষীদের।একে ভালো ফলন নেই তাঁর ওপর বৃষ্টির ভরা জলের তলায় নষ্ট বাদাম। তড়িঘড়ি মাঠ থেকে কাঁচাবাদাম তুলে নেওয়ার চেষ্টা করছে চাষিরা।বৃষ্টির জমা জলে পচন ধরেছে বাদামগাছে।একে মহামারীর লকডাউন(Lockdown), তার উপর প্রাকৃতিক দুর্যোগ দুই এর সমন্বয় চাষিদের স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। চাষবাসের ওপর জীবিকা নির্বাহ করে এগরা (Egra) ১-২ ব্লকের (Block) মহাবিশ্রা , দোঁবাধী, উলিপুর ও পাঁশকুড়ার (Panskura) নস্করদিঘী এলাকার বাসিন্দারা বেশকিছু চাষী।তবে প্রাকৃতিক দুর্যোগে এমন ক্ষতির মুখে পড়তে হবে তা চাষীদের ধারনার বাইরে ছিল বলা যায়। গোছা গোছা আঁটি আছে ,নেই চীনাবাদামের ফলন। কোনটা পোকা তো কোনটা অপুষ্টি, তাঁর ওপর বৃষ্টি হতেই কাদাজলে নষ্টের মুখে চীনা বাদাম। লোন নেওয়া চাষিরা এখন দুশ্চিন্তাগ্রস্ত কীভাবে তারা ব্যাঙ্কের লোন শোধ করবেন।

নিজস্ব চিত্র

এবিষয়ে বাদামচাষী গোপাল মাইতি বলেন , ‘যশ'(Yass) -এর প্রভাবে ভারী বৃষ্টি হয়েছে উপকূলবর্তী এলাকায়। তাই বাদাম আদৌ বাড়িতে আসবে কি না তা এখন চিন্তার বিষয়। তাছাড়া অতিমাত্রায় মাঠে জল ঢুকে যাওয়ায় পচে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে সরকারের আর্থিক সহযোগিতার দিকে তাকিয়ে বাদামচাষীরা। তবে সরকারি সাহায্য না পেলে অন্যথায় সর্বস্ব হারিয়ে পরিবার নিয়ে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবেনা বলে জানান তিনি।

অপরদিকে এগরা (Egra) বিধানসভার বিধায়ক তরুণ মাইতি (Tarun Maity) বলেন , ‘যশ’ -এর তান্ডব ও ভারী বৃষ্টির ফলে এগরা(Egra) বিধানসভাজুড়ে বাদাম চাষের জমিতে জল জমে বাদাম পচতে শুরু করেছে। তাছাড়া এই ঘটনা সরকারি আধিকারিকদের নজরে রয়েছে। তারা ইতিমধ্যে বিভিন্ন এলাকা চিহ্নিত করে যারা কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আছেন তাদের প্রদান করা হবে বলে জানান তিনি। তাছাড়া যারা কৃষক বন্ধু প্রকল্পের অধীনে নেই তাদের বাদাম চাষের ক্ষয়ক্ষতির পরিস্থিতি ক্ষতিয়ে দেখে উপযুক্ত চাষীদের সরকারের তরফে সহযোগিতা করা হবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Cultivation

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.