Trawler Overturned
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রকা অনলাইন: রাজ্যজুড়ে দুর্যোগ। নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টি। দিঘায় প্রবল জলোচ্ছ্বাস। ভেঙেছে গার্ওয়াল। আর সেই ভয়ঙ্কর দুর্যোগের মাঝে মারাত্মক দুর্ঘটনা ঘটল দিঘায়। মঙ্গলবার
দিঘা (Digha) থেকে ১০ কিলোমিটার দূরে ঘটে গেল ট্রলার দুর্ঘটনা। আর সেই ট্রলার থেকে প্রাণে বাঁচতে সমুদ্রে ঝাঁপ দেন ৬ জন মৎস্যজীবী। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার সৃজা নামের একটি ট্রলারমৎস্য শিকারে বেরিয়ে উত্তাল সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি (Trawler) দুর্ঘটনার কবলে পড়ে। এরপর সেই ট্রলার থেকে ৬ জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রানে বাঁচেন।তবে প্রবল ঢেউয়ের ধাক্কায় সিজা নামের সেই ট্রলারটি দিঘার দিকে চলে আসে।
আরও পড়ুন:- ঝাড়গ্রামের সরডিহা স্টেশনে রেল অবরোধ নিত্যযাত্রীদের
Trawler Overturned
দিঘায় তীরে ভিড়তে চেয়ে এগোতে গেলে জলোচ্ছ্বাসের জোর ঢেউ ট্রলারটিকে ধাক্কা মারতে শুরু করে। মৎস্যজীবিরা সমুদ্রে ছিটকে পড়ে যান।প্রবল জলোচ্ছ্বাস আর ঢেউয়ের মাঝে সাঁতরে প্রানপণ চেষ্টায় দীর্ঘ সময়ের লড়াই শেষে তাঁরা দিঘায় ওঠেন। তবে মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হলেও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ইতিমধ্যে দিঘার হাসপাতালে পাঠানো হয়েছে।তবে সবেমাত্র ইয়াসের ধাক্কা সামলে উঠেছে দিঘা। তার মধ্যে আরও একবার জলোচ্ছ্বাসের জেরে বিপত্তি সৈকত শহরে।এবিষয়ে মৎস্যজীবী স্বপন মন্ডল বলেন, মাছ ধরতে বেরিয়ে মাঝ সমুদ্রে যান্ত্রিক বিপত্তির মধ্যে পড়ে যায় সিজা নামের একটি ট্রলার। তাতে ছিলেন ৬ জন মৎস্যজীবি।
আরও পড়ুন:- নিম্নচাপ ও ভরা কটালের জেরে দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, জলমগ্ন সৈকত সংলগ্ন এলাকা
দক্ষিণ ২৪ পরগনার নামখানার ৬ মৎস্যজীবি এর পর কাঠের হাল বানিয়ে সমুদ্রে দাঁড় বেয়ে তীরে ভিড়তে চেয়ে লড়াই শুরু করেন। কিন্তু তীরের সামনে আসতেই প্রবল জলোচ্ছ্বাসের জেরে ট্রলার উল্টে যায়। আহত হন তাঁরা বলে জানান তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রলার থাকা ৬ মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রানে বেঁচেছেন।তবে মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হলেও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত মৎস্যজীবীরা হলেন প্রশান্ত সর্দার, উষা খাঁ, ভক্ত বিশ্বাস,স্বপন মন্ডল। তাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানায় বলে জানা যাচ্ছে।
Trawler Overturned
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে নাবালক ও নাবালিকার বিয়ে রুখল প্রশাসন, গ্রেফতার ৩
আরও পড়ুন:- বন্ধ বিদ্যালয়ের দরজা, দূরত্বে মন খারাপ ছাত্র-শিক্ষকদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Trawler Overturned
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Disasters across the state. Heavy rain from north to south due to low pressure. Strong tidal wave in Digha. Garwal broke. And in the midst of that terrible disaster, a fatal accident happened in Digha. Tuesday The trawler accident took place 10 km away from Digha. And 6 fishermen jumped into the sea to save their lives from that trawler. It is to be mentioned that a trawler named Sruja of Namkhana in South 24 Parganas district went out to hunt and the trawler got into an accident due to engine failure in the rough sea. After that, 6 fishermen jumped into the sea from that trawler and survived. However, the trawler named Sija moved towards Digha due to the strong waves.
The tidal wave began to push the trawler as it proceeded to rush to the shore in Digha. The fishermen fell into the sea. After a long struggle, they reached Digha after trying hard to swim in the midst of strong tides and waves. However, although it is possible to rescue the fishermen, the condition of 4 people is critical. They have already been sent to Digha Hospital. Swapan Mandal, a fisherman, said that a trawler named Sija fell into a mechanical disaster in the middle of the sea while fishing. There were 6 fishermen in it.
The fishermen from Namkhana in South 24 Parganas then made a wooden hull and started fighting on the shore. But as soon as he came in front of the shore, the trawler overturned due to strong tidal wave. He said they were injured. According to police sources, 6 fishermen in the trawler jumped into the sea and survived. However, although it was possible to rescue the fishermen, the condition of 4 people is critical. The injured fishermen are Prashant Sardar, Usha Khan, Bhakta Biswas, Swapan Mandal. Their home is said to be in Namkhana of South 24 Parganas district.