Romeos are walking in front of Rasan Nehru Vidyapith School in Egra-1 block of East Midnapore district
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাস্তার সম্মুখে স্কুল । আর সেই স্কুল গেটের সামনে রোমিওদের বাড়বাড়ন্তের অভিযোগ। তবে আর এই বাড়বাড়ন্তের ফলে অতিষ্ঠ স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের রাসন নেহেরু বিদ্যাপীঠ স্কুলের সম্মুখে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলের গেট খুললেই বেশকিছু রোমিওকে স্কুলের সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়। আবার কাউকে স্কুলের ছাত্রীদের সঙ্গে অন্যরকম মেলামেশা করতে দেখা যায়। কেউ কেউ নেশায় আসক্ত হতে থাকে।
আরও পড়ুন:- মায়ের বকুনি খেয়ে পশ্চিম মেদিনীপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
আরও পড়ুন:- রামপুরহাটে পুড়িয়ে মারার ঘটনায় জড়িত সকলকে গ্রেফতারের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ
স্কুল চলাকালীন কার্যত রোমিওদের আনাগোনা প্রায় লেগেই থাকে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এটা শুধু একদিনের ঘটনা নয়। তবে দীর্ঘদীন ধরে নিত্তনৈমিত্তিক এই ঘটনা আকছার ঘটে চলেছে বলে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। স্থানীয়দের দাবি, এই বিষয়ে বহুবার তাঁদের বলেও কোন লাভ হয়নি। বরং তাঁদের বাড়বাড়ন্ত আরও বেড়েছে। এই দিন রাসন হাইস্কুলের গেটের সামনে বেশ কয়েকজন রোমিওকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা।
East Midnapore
আরও পড়ুন:- পরিবেশ ও স্বাস্থ্য উভয়কে সুস্থ রাখতে সাইকেল চালানোর বার্তা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের
আরও পড়ুন:- দীঘায় বর্ষার চেয়ে এই বসন্তের অকাল ইলিশ তুলনামুলক সস্তা, খুশি রসনাপ্রিয় বাঙালি
আবার কয়েকজন বাইক নিয়ে চম্পট দেয়। তারপর এগরা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে স্কুল কতৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী এবং অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসে। তবে পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, স্কুল চলাকালীন স্কুল চত্বরে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি স্কুল খোলা থেকে শুরু করে ছুটি পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকবে।
আরও পড়ুন:- মেদিনীপুরে গোলকুয়াচক থেকে কোতোয়ালি বাজার পর্যন্ত রাস্তায় অবৈধ দোকান উচ্ছেদ পৌরসভার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
East Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore