Mahishadal Rajbari
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলা সংস্কৃতির এক পীঠস্থান মহিষাদল। সৃষ্টিশীল মহিষাদল রাজবাড়ি হেরিটেজ ঘোষণা করে তার কাজও প্রাথমিকভাবে শুরু হয়েছিল গত দু’বছর আগে। কিন্তু কোনও কারণে কাজ বন্ধ হয়ে যায়। এলাকার ভূমিপুত্র বিধায়ক তিলক কুমার চক্রবর্তী হেরিটেজ কমিটির কাছে আবেদন করেছিলেন অসমাপ্ত কাজ শেষ করার জন্য। গত শুক্রবার শতাব্দী প্রাচীন পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্য মহিষাদল রাজবাড়ির একাংশ আচমকাই ভেঙ্গে পড়ে। মহিষাদল রাজবাড়ির সিংহদুয়ারের একাংশ বিকট আওয়াজ সহকারে আচমকাই ভেঙ্গে পড়ে।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের এগরা ও কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন জ্বরে আক্রান্ত ১২০ জন শিশু
আরও পড়ুন:- জটিল হচ্ছে পূর্ব মেদিনীপুরে পটাশপুরের বন্যা,বিপর্যস্ত বিদ্যুৎ, এলাকা পরিদর্শনে বিধায়ক
গত শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ এটি ভেঙে পড়ে বলে স্থানীয়রা জানান। এরপর তারা এসে দেখতে পান শতাব্দী প্রাচীন সিংহদুয়ারের বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে গিয়েছে। তবে ওই সময় ওই জায়গায় কেউ না থাকায় হতাহতের কোনো খবর নেই। গত কয়েক বছর আগে রাজ্য সরকারের হেরিটেজ দফতরের তরফ থেকে এই সিংহদুয়ার সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু তা মাঝপথেই থমকে যায়। স্থানীয় মানুষজনের দাবি, সংরক্ষণ না হওয়ার জন্য আজ এই ধরনের ঘটনা ঘটেছে । তাদের দাবি, দ্রুত এই ঐতিহ্যবাহী সিংহদুয়ারের সংস্কার করা হোক। উল্লেখ্য, রাজবাড়ির ইতিহাসের পাশাপাশি বেশ কিছু বড় সিনেমার শুটিংয়ের কাজ হয়েছে এই সিংহদুয়ার থেকেই।
আরও পড়ুন:- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন NAAC-র সাত সদস্যের প্রতিনিধি দল
আরও পড়ুন:- ‘ক্যারিং অর্ডার থাকলে আটক করা হবে না বালি গাড়ি!’ জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mahishadal Rajbari
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Mahishadal Rajbari
Web Desk, Biplabi Sabyasachi online paper: Mahishadal is one of the cultural centers of East Midnapore district. The creative Mahishadal Rajbari Heritage was declared and its work was started two years ago. But for some reason the work stopped. Bhumiputra MLA Tilak Kumar Chakraborty of the area had appealed to the Heritage Committee to complete the unfinished work. Last Friday, a part of the century-old Mahishadal Rajbari in the century-old East Midnapore district suddenly collapsed. Part of the gate of Mahishadal Rajbari suddenly collapsed with a loud noise.
Locals said it collapsed around 7pm on Friday. Then they came and saw that some part of the century-old gateway had collapsed. However, there were no reports of casualties as no one was present at the time. The renovation work of this gateway was started by the Heritage Department of the state government a few years ago. But it stops in the middle. Local people claim that such incidents have taken place today due to lack of protection. They demanded that this traditional gateway be renovated quickly. It is to be noted that besides the history of Rajbari, several big movies have been shot from this gateway.