Covid cair
আরও পড়ুন ঃ–হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ! দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে আক্রান্ত ৭৪৩
পত্রিকা প্রতিনিধিঃ করোনার দাপট রুখতে তৎপর হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সোমবার কাঁথি অতিরিক্ত পুলিশ সুপার গ্ৰামীণ এস. আলি , এগরা মহকুমা পুলিশ আধিকারিক মহম্মদ বৈদ্যুজ্জমান , এগরা মহকুমা শাসক অরুপ দত্ত , এগরা থানার আই সি কাশীনাথ চৌধুরী , সি আই এগরা পার্থ সারথি চক্রবর্তী, এস আই প্রশান্ত বনিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকের নেতৃত্বে এগরা শহরে মাস্ক বিহীনদের ধরপাকড় শুরু হয়। একই সঙ্গে শহরের প্রত্যেকটি বাজারে প্রচার শুরু করে পুলিশ। মাইক নিয়ে করোনা সম্পর্কে সতর্কতা প্রচার শুরু হয়েছে জায়গায় জায়গায়। মাস্ক না পরায় একদিনে ধরা পড়লেন প্রায় ৫০ জন পথচারী। পাশাপাশি এগরা শহরের বিভিন্ন বাজারেও যারা মাস্ক পরছেন না তাঁদের ধরছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, জেলার পাশাপাশি এগরা শহরে করোনার সংক্রমণ বাড়ছে, তার সত্ত্বেও বহু সংখ্যক পথচারী, বাইক আরোহী, গাড়ি সওয়ারি ও বাস যাত্রীদের মুখে মাস্ক নেই। শুধু তাই নয়, শহরের অধিকাংশ বাজারগুলোরও অবস্থা আরও শোচনীয়। কারণ, গিজগিজে ভিড় থাকার সত্ত্বেও না ক্রেতা, আর না বিক্রেতা কারও মুখে মাস্ক নেই।
তবে গত বছরের তুলনায় এবছর প্রত্যেক দিনই মাস্ক না পরার জন্য শহরজুড়ে ধরপাকড় চলছে। সেই মতো এদিনও ৫০ জনকে ধরা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা করা হচ্ছে। কিছু ক্ষেত্রে ধৃতদের থানায় নিয়ে গিয়ে কয়েক ঘণ্টা বসিয়েও রাখা হয়। তবে ধরপাকড়ের সঙ্গে সঙ্গে মাস্ক বিলি করার ব্যাপারেও পুলিশ গুরুত্ব দিচ্ছে। তাই যেখানে যেখানে প্রচার হয়েছে, সেখানেই পুলিশ মাস্ক বিলি করেছে। পুলিশের অভিযোগ, এই বছর এখনও পর্যন্ত বেশিরভাগ মানুষই করোনা নিয়ে সচেতন নন। তাই বাজারগুলিতে আসা বেশিরভাগ ক্রেতা, এমনকী, বিক্রেতাদের মুখেও মাস্ক নেই। পারস্পরিক দূরত্বও মানা হচ্ছে না। আর সেই সমস্ত পথচারীদের চিহ্নিত করে ধরা হচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Covid cair
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore