Fishing
আরও পড়ুন ঃ–মেদিনীপুর সদরের ধেড়ুয়া গ্রাম পঞ্চয়েতে প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন পূর্নিমা সিং
পত্রিকা প্রতিনিধিঃ টানা ৬১ দিন ব্যান পিরিয়ডের (Ban Period) পর মৎস্যজীবীদের প্রক্কালে মৎস্যজীবীদের সুরক্ষা ও করোনা (corona) বিধি নিয়ে এক আলোচনা সভা আয়োজিত হল শনিবার। এদিন দিঘা (Digha) ফিসারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোশিয়েসন এর সভাগৃহে রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) , জেলা সহ মৎস্য আধিকারিক সুরজিৎ বাগ (surajit Bga) রামনগর Ramnagar) ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র (Shampa Mahapatra) , সংগঠনের সভাপতি প্রণব কর (Pranab Kar) ও সম্পাদক শ্যামসুন্দর দাস (shyamsundar das) -এর উপস্থিতিতে এই সভা আয়োজিত হয়।
উল্লেখ্য, ৬১ দিন সমুদ্রে (Sea) মৎস্য (Fish) শিকার বন্ধ থাকার পর আগামী ১৫ই জুন জুন মৎস্য(Fish) শিকার শুরু হচ্ছে সমুদ্রে(Sea)। আর ওই দিন থেকে ধীরে ধীরে মৎস্য শিকারে উদ্দেশ্য সমুদ্রে (Sea) পাড়ি দেবেন মৎস্যজীবীরা( Fisherman)। ইতিমধ্যে ৫০% ট্রলার মালিক মৎস্যজীবী (Fisherman)তাদের ট্রলার নিয়ে মৎস্য শিকারে যেতে ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। তাছাড়া আগামী ১৭ ই জুন থেকে দিঘা (Digha) মোহনার (Mohana) মাছের (Fish) বাজার(Market) ও খুলে যাবে।আর তারপর থেকে যথাযথ ভাবে আমদানি ও রপ্তানি চলবে।আর তাদের স্বাস্থ্য বিধি কথা মাথায় রেখে ভ্যাকসিন(Vaccine) প্রদান করা হবে বলে জানা যাচ্ছে।
এবিষয়ে মৎস্য(Fish) মন্ত্রী(Minister) অখিল গিরি (Akhil Giri) বলেন, আগামী ১৫ ই জুন মৎস্য(Fish) শিকারের জন্য ট্রলার(Trawler)মালিকেরা ইতিমধ্যে প্রস্তুত। তাছাড়া করোনা পরিস্থিতিতে প্রতিটি ট্রলারে(Trawler)১০০০ জন মৎস্যজীবী (Fisherman)থাকবে। আর তাদের মধ্যে যারা ৪৫ বছরের উর্ধ্বে রয়েছে তাদের শ্রীঘ্রই ভ্যাকসিন প্রদান করা হবে। তাছাড়া দিঘা (Digha) মোহনার (Mohana) মাছের(Fish) বাজারে করোনা স্বাস্থ্য বিধি মেনে মাছ কেনাবেচা হবে। যারা ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য(fish) চাষি তারা দুয়ারে ত্রানের মাধ্যমে আর্থিক সাহায্য পাবেন। তাছাড়া সমুদ্রের ড্রেজিং-এর কাজ আগামী নভেম্বর মাসে শুরু করা হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fishing
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore