Deal covid
আরও পড়ুন ঃ–করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা! ৫ দিনে আক্রান্ত ৭ শিশু, পূর্ব মেদিনীপুরের ঘটনায় উদ্বেগ
পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) করোনা (Corona) মোকাবিলায় টিম গঠনের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারির ২৪ ঘন্টার মধ্যেই বাতিল করল প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে।
জেলা ভেক্টর কন্ট্রোল টিমের ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর (Distrcit Co-ordintaor) মৃত্যুঞ্জয় জানাকে শোকজ করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। গত ২১ জুন অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) পূর্ণেন্দু শেখর নস্কর ১২ টি ব্লকে ভেক্টর কন্ট্রোল টিম (Vector Control Team)গঠনের জন্য নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা জারি করেন। আবার ২২ তারিখ সেই নির্দেশিকা বাতিল করেন অতিরিক্ত জেলা শাসক। এরপরেই জেলা শাসক পূর্ণেন্দু মাজির নির্দেশে শোকজ করা হয় জেলা পরিষদের ভেক্টর কন্ট্রোল টিমের জেলার কো অর্ডিনেটরকে।
সূত্রের খবর প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ভিসিটি ও ভিএসটি টিম আছে। সেই টিমে পনেরো জন করে সদস্য আছেন। তাঁরা করোণা (Corona) মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি থেকে কনটেইণমেণ্ট (Containment Zone) এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার মতো কাজ করে চলেছেন। বিনিময় সাম্মানিক দেওয়া হয়। জেলার অধিকাংশ ভিসিটি (Vector surveillance Team)ও ভিএসটি (Vector Control Team) নিষ্ক্রিয় বলে প্রশাসনের দাবি । তাই নিষ্ক্রিয়দের সক্রিয় করাই এখন মূল লক্ষ্য । নতুন করে টিম গঠন কিংবা নিয়োগ আপাতত বন্ধ ।
পূর্ব মেদিনীপুর জেলায় চণ্ডীপুর, কাঁথি-৩, খেজুরি-২, নন্দীগ্রাম-২, রামনগর-১, ভগবানপুর-১, হলদিয়া, কোলাঘাট, মহিষাদল, ময়না, নন্দকুমার ও তমলুক ব্লকে ভিএসসি(ভেক্টর সার্ভিল্যান্স টিম) এবং ভিসিটি(ভেক্টর কন্ট্রোল টিম) তৈরির জন্য গত ২১ জুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেন অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ)। সেইমতো বিডিওদের উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়। করোনা মোকাবিলায় ভিএসটি ও ভিসিটি টিমে যুক্ত কর্মীদের ভাতা দেওয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হতেই ব্লকে ব্লকে জোর তৎপরতা শুরু হয়। বিভিন্ন পঞ্চায়েতে আবেদনের হিড়িক পড়ে যায়। এই তৎরপতার মধ্যেই জেলা প্রশাসন এধরনের কোনও নিয়োগ করা যাবে না বলে সিদ্ধান্ত নেয়। সেইমতো ২২ জুন ফের একটি নির্দেশিকা জারি করা হয়। নিয়োগ স্থগিত রাখা হয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Deal covid
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore