Before the Municipality Election, one after another councilors and activists are leaving the BJP and joining the Trinamool in Contai.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পুরসভা নির্বাচনের আগে আবারও অধিকারী এলাকায় দেখা দিল বড়সড় ফাটল। নির্বাচনের আগে অধিকারী এলাকায় একের পর এক কাউন্সিলর এবং কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। আর এর ফলে তবে দলবদলের ফলে কাঁথি পুরসভা ধরে রাখা বিজেপির কাছে যে যথেষ্ট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, তা অনস্বীকার্য।
আরও পড়ুন:- মেদিনীপুর বনবিভাগে আলুর দফারফা ১১০ টি হাতির তান্ডবে, হুলা জ্বেলে রাত জাগছেন স্থানীয়রা
আরও পড়ুন:- সরকারী হাসপাতালে ৫০ শতাংশ জীবনদায়ী ঔষধ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মেদিনীপুরে বিক্ষোভ
উল্লেখ্য, গত বছরের বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন কাঁথি পুরসভার ১৬ জন তৃণমূল কাউন্সিলর। তবে এই কাউন্সিলররা প্রত্যেকেই শুভেন্দুর দীর্ঘদিনের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পটাশপুরের তৃণমূল বিধায়ক তথা কাঁথি পুরসভা পরিচালন কমিটির সদস্য উত্তম বারিক।
Municipality Election
আরও পড়ুন:- মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থী এবার কারা, বিভিন্ন নাম নিয়ে বাজার গরম সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের খেজুরি বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এল NIA
তিনি আরও জানান, এখন দু’জন যোগ দিলেন। তাঁরা হলেন অতনু গিরি এবং তরুণ বেরা। বাকি তিন জন কাজের কারণে আসতে পারেননি। তবে প্রত্যাবর্তনকারী এক কাউন্সিলর বলেছেন, বিজেপিতে আমাদের ব্যবহার করা হয়েছিল। গত বছরের জানুয়ারিতে বিজেপিতে যোগদানের পরই দেখলাম ওই দলে কাজের সুযোগ নেই। ওখানে থেকে মানুষের জন্য কাজ করার জায়গা নেই। আমরা ১৬ জন যোগ দিয়েছিলাম। বিজেপিতে যোগ দিলেও আমাদের মন পড়েছিল তৃণমূলেই।
আরও পড়ুন:- ফের সাফল্য খড়্গপুর শহর পুলিশের! চুরি যাওয়া সোনার অলঙ্কার উদ্ধার, ধৃত ২
আরও পড়ুন:- প্রার্থী ঘোষণার আগেই খড়্গপুর পুরসভায় তৃণমূলের দেওয়াল লিখন
Municipality Election
তাই তৃণমূলে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। আগামী পুরসভার ভোটে এখান থেকে বিজেপিকে উৎখাত করাই আমাদের লক্ষ্য। এজন্য দল যা নির্দেশ দেবে, কর্মী হিসেবে সেই নির্দেশ পালন করব। তাছাড়া অধিকারী পরিবারের উদ্দেশে কটাক্ষের সুরে তিনি বলেন, আগামী পুরনির্বাচনে বিজেপিকে কাঁথি শহর থেকে উৎখাত করে দেব। শুভেন্দু অধিকারীর সঙ্গে আবেগ জড়িয়ে থাকার কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম।
আরও পড়ুন:- লালগড়ে ল্যান্ডমাইন রেখে নাশকতার চেষ্টা, অভিযু্ক্ত গ্রেফতার
শুভেন্দু অধিকারী আমাদের এতদিন ব্যবহার করেছেন। কোনও কাজ করার সুযোগ দেননি। শুভেন্দুর প্রতি আবেগ পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছি আমরা বলে দাবি করেন তাঁরা। অপরদিকে বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী বলেন, বিধানসভা নির্বাচনের আগে কাউকেই ভুল বুঝিয়ে বা হাতে ধরে তবিজেপিতে যোগদান করানো হয়নি। সবাই নিজেদের বিশ্বাস ও বিবেচনাবোধ কাজে লাগিয়েই বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখন তাঁরা তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের জন্য শুভেচ্ছা রইল।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore