Home » পটাশপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্ৰেফতার যুবক , শুরু রাজনৈতিক তরজা

পটাশপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্ৰেফতার যুবক , শুরু রাজনৈতিক তরজা

by Biplabi Sabyasachi
0 comments

Arrested with firearms

পত্রিকা প্রতিনিধিঃ রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করার অভিযোগে এক যুবককে হাতেনাতে পাকড়াও করল পটাশপুর (Potashpur) থানার পুলিশ। গ্রেফতার যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। তবে গ্রেফতার যুবক এলাকার বিজেপি সমর্থক বলে বলে জানা যাচ্ছে।উল্লেখ্য, শুক্রবার রাতে নৈশ্য টহলদারি পুলিশ প্রশাসনের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল। রাতে বাইকে করে এক যুবক পটাশপুর থানা এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখে পুলিশ ওই যুবকের পথ আটকায়। যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউণ্ড গুলি উদ্ধার করে বলে পুলিশের দাবি। এরপর ওই যুবককে গ্রেফতার করে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।

আরও পড়ুন:- ফের ঝাড়গ্রামে হাতিকে উত্যক্ত করার ভিডিও ভাইরাল, অভিযুক্তের খোঁজ শুরু করল বন দফতর

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে সরল ‘মা’ ক্যান্টিন

আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেফতার প্রসঙ্গে রাজনৈতিক চক্রান্তের শিকার বলে দাবি করেছেন কাঁথি (Contai) সাংগঠনিক জেলা বিজেপি (BJP) নেতৃত্বরা। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী (Anup Chakraborty) বলেন ” এই ধরনের কোন নেত্বয় নেই। তৃনমূল (TMC) পাপকে দুর করতে চাইছে। তাই এলাকায় সামাজ বিরোধীদের ভোটে সময় লাগিয়ে এখনোও তাদের পুলিশ দিয়ে গ্রেফতার করাচ্ছে “। বিজেপি তোলা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা তৃণমূল কংগ্রেস নেতা মামুদ হোসেন (Mamud Hosen) বলেন ” দোষ করলে শাস্তি পেতে হবে। সে যে দলেরই হোক না কেন “।

আরও পড়ুন:- কর্মীসংকটের হতাশায় দিঘার রাষ্ট্রীয় কাজু উদ‍্যান

পটাশপুর থানা ওসি (O.C.) দীপক চক্রবর্তী (Dipak Chakraborty) বলেন,অভিযুক্ত যুবক সুবিমল দাস (Subimal Das)। তার বাড়ী পটাশপুর থানার শুকখোলা (Sukhkhola) গ্রামে। ” এই ঘটনার তদন্তে নেমে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও তদন্তের কারণে বেশি কিছু জানাতে রাজি হয়নি তিনি “।

আরও পড়ুন:- ব্যাঙ্ক ডাকাতির আগেই ঝাড়গ্রামে ধৃত ৫ দুষ্কৃতীর পুলিশি হেফাজত

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Arrested with firearms

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.