Home » হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন অর্ধেন্দু ও সাধন

হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন অর্ধেন্দু ও সাধন

by Biplabi Sabyasachi
0 comments

Ardhendu takes charge as chairman

আরও পড়ুন ঃ-বালি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্য, ক্ষুব্ধ ব্যাবসায়ীদের পথ অবরোধ বেলদায়

পত্রিকা প্রতিনিধি: ৪জানুয়ারী ২০২১ সোমবার হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ভগবানপুরে বিধায়ক অর্ধেন্দু মাইতি, ভাইস চেয়ারম্যান হলদিয়ার ভূমিপুত্র সাধন জানা। তাদের কে সম্বর্ধিত করলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির সি,ই,ও ,হলদিয়া পৌরসভা চেয়ারম্যান শ্যামল কুমার আদক ভাইস চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস -সভাপতি সুধাংশু শেখর মন্ডল হলদিয়া পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিলর এবং কাউন্সিলরগণ। উপস্থিত ছিলেন শিল্প শহর এলাকার বিভিন্ন কারখানা ইউনিয়নের নেতৃত্ব গন। হলদিয়া সুতাহাটা ফেডারেশন জেলা সম্পাদক শ্যামল কুমার পট্টনায়েক এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। হলদিয়া উন্নয়ন ব্লক সভাপতি চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ফুল দিয়ে সংবর্ধনা জানালেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া আনজুমা বিবি মহাশয়া ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুতাহাটা পঞ্চায়েত সমিতি শ্রী তাপস কুমার মাইতি মহাশয় উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় তুষার কান্তি মাইতি মহাশয় সুতাহাটা পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত মেম্বার মাননীয় অরুণকুমার দিন্দা । মহিষাদল গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ সভাপতি তিলক চক্রবর্ত্তী পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করলেন।প্রসঙ্গত,হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি এবং ভাইস চেয়ারম্যান হলেন সাধন জানা।

শুভেন্দু অধিকারী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর ওই পদে সাময়িক চেয়ারম্যান হন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েল। ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার নতুন চেয়ারম্যান ঘোষণা করার পর রাত ৮টা নাগাদ এইচডিএতে ই-মেল নগরোন্নয়ন দপ্তরের তরফে। এদিকে, ভাইস চেয়ারম্যান পদ থেকে পাঁশকুড়ার বিধায়ক শহিদ জননী ফিরোজা বিবিকে সরিয়ে হলদিয়ার শ্রমিক নেতা সাধন জানাকে ওই পদে বসানো হয়েছে।রয়েছেন সদ্য পদত্যাগ করা শুভেন্দু অধিকারীর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারী এই বোর্ডের সদস্য হিসেবে।


হলদিয়া উন্নয়ন ব্লকের যুব সভাপতি যশোদার ব্রহ্মচারী সকল যুব সদস্যদের উদ্দেশ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কাছে একটি আবেদন করলেন। প্রত্যেক বৎসর হলদিয়া মেলা অনুষ্ঠিত হয়। হলদিয়া পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে। এবৎসর এখনও মেলার কোন কিছুই শুরু হয়নি। করোণা আবহাওয়া কাটিয়ে মানুষ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এবং হলদিয়ার মানুষ মন খারাপ হয়েছে এবারে ক্রিসমাস ফেষ্টিভেল হয়নি।অন্যান্য বছরের মতো এ বছর মেলা ও খেলা খুবই কম হয়েছে ।তাই হলদিয়া মেলা যাতে হয় তার জন্য উদ্যোগ নেওয়া এবং জন নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মেলার উদ্বোধন করতে আসেন তার আবেদন করলেন। চেয়ারম্যান অর্ধেন্দু মাইতি বললেন আমরা আলোচনা করে যাতে করা যায় সেই ব্যাপারে দেখব।

হলদিয়া উন্নয়ন ব্লকের যুব সভাপতি যশোদার ব্রহ্মচারী সকল যুব সদস্যদের উদ্দেশ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কাছে একটি আবেদন করলেন। প্রত্যেক বৎসর হলদিয়া মেলা অনুষ্ঠিত হয়। হলদিয়া পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে। এবৎসর এখনও মেলার কোন কিছুই শুরু হয়নি। করোণা আবহাওয়া কাটিয়ে মানুষ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এবং হলদিয়ার মানুষ মন খারাপ হয়েছে এবারে ক্রিসমাস ফেষ্টিভেল হয়নি।অন্যান্য বছরের মতো এ বছর মেলা ও খেলা খুবই কম হয়েছে ।তাই হলদিয়া মেলা যাতে হয় তার জন্য উদ্যোগ নেওয়া এবং জন নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মেলার উদ্বোধন করতে আসেন তার আবেদন করলেন। চেয়ারম্যান অর্ধেন্দু মাইতি বললেন আমরা আলোচনা করে যাতে করা যায় সেই ব্যাপারে দেখব।

ভূমিপুত্র সাধন জানা করার জন্য এলাকার কাউন্সিলর এবং উৎসাহী যুবক আজ হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ অফিস চত্বরে ভিড় করে নবাগত চেয়ারম্যান অর্ধেন্দু মাইতি হলদিয়া উন্নয়ন পর্ষদ ঢোকার সময় বিজেপি কর্মীরা বিজেপির পতাকা নাড়িয়ে সম্বন্ধিত করলেন।পরে সাংবাদিকদের মুখোমুখি হন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানভগবানপুর বিধানসভা হলদিয়া উন্নয়ন পর্ষদ এর এলাকা ভুক্ত নয়। প্রাক্তন চেয়ারম্যান শুভেন্দু অধিকারী বহিরাগত বলে একটি সভায় উল্লেখ করেছিলেন। তারি উত্তরে বলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত হতে চলেছে ভগবানপুর বিধানসভা। তা অনেক আগেই এখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। তা খুব শীঘ্রই উন্নয়ন হলদিয়া উন্নয়ন পর্ষদের সঙ্গে অন্যান্য এলাকার সাথে সাথে ভগবানপুর বিধানসভা যুক্ত হবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Ardhendu takes charge as chairman

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.