Home » Purba Medinipur : রেকর্ড গড়ল পূর্ব মেদিনীপুর! ২ দিনেই বিক্রী ৯ কোটি ১৩ লক্ষ টাকার মদ

Purba Medinipur : রেকর্ড গড়ল পূর্ব মেদিনীপুর! ২ দিনেই বিক্রী ৯ কোটি ১৩ লক্ষ টাকার মদ

by Biplabi Sabyasachi
0 comments

Purba Medinipur

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আবারও মদ বিক্রি করে রেকর্ড আয় করেছে পশ্চিমবঙ্গ। মদের সংস্থাগুলি দাম না বাড়ালেও ব্যাপক পরিমাণ আয়ে রাজ্যের কোষাগারে লাভের পরিসংখ্যান চমকপ্রদ। বড়দিন ও নতুন বছরের মরশুমের মধ্যে সবচেয়ে বেশি মদ বিক্রি হল বড়দিনে। এক দিনেই বিক্রি হয়েছে ৫ কোটি ১২ লক্ষ টাকার মদ। আগের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর চার কোটি এক লক্ষ টাকার মদ বিক্রি হয়।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Purba Medinipur
প্রতীকি ছবি

দু’দিনে মদ বিক্রির পরিমাণ ৯ কোটি ১৩ লক্ষ টাকা। পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দপ্তরের সুপার যতনচন্দ্র মণ্ডল বলেন, গড়পড়তা তিনদিনের বিক্রির পরিমাণ হয় ন’কোটি টাকা। সেটা দু’দিনে হয়েছে। এবছর গতবারের চেয়েও ভালো বিক্রি হয়েছে। বড়দিনের উৎসবের দীঘা-মন্দারমণি ভিড়ে থিকথিক করছিল। কয়েক হাজার গাড়িতে চড়ে মানুষজন পিকনিক করতে দীঘাকে বেছে নিয়েছিলেন। পিকনিক করতে আসা অনেকেই পানপাত্রে চুমুক দিয়েছেন।

Purba Medinipur

আর সেকারণেই মরশুমের মধ্যে সর্বাধিক ৫ কোটি ১২ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। গোটা রাজ্যে অন্য কোথাও বড়দিনে এত টাকা উপার্জন করতে পারেনি আবগারি বিভাগ। টানা ছুটির কারণে সোমবারও দীঘায় ভালো ভিড় ছিল। তাই এদিনও কাউন্টারের সামনে লাইন দেখা গিয়েছে। নভেম্বর মাস থেকে মদ বিক্রির পরিমাণ খানিকটা থিতিয়ে গিয়েছিল। অক্টোবর মাসে পুজোয় হাত খুলে খরচ হয়েছে। তারপর নভেম্বর মাস হিসেব করে কাটাতে হয়।

সেজন্য গোটা মাস প্রায় ‘ড্রাই’ যাচ্ছিল। ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মেসিদের জয় সেলিব্রেট করতে আচমকা বিক্রি বেড়ে যায়। এক রাতেই ৩ কোটি ২৯ লক্ষ টাকার মদ বিক্রি হয়। তারপর বিক্রির সূচক ক্রমশ ঊর্ধ্বমুখী হয়। ২৫ ডিসেম্বর একেবারে সর্বোচ্চ ৫ কোটি ১২ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। তবে, ঠান্ডার সঙ্গে সুরাপায়ীদের বিশেষ যোগ আছে। তাই বিক্রি এখনই ধপ করে নেমে যাওয়ার কোনও আশঙ্কা নেই।

বরং গড়পড়তা প্রতিদিন তিন থেকে সাড়ে তিন কোটি টাকার বিক্রিবাটা এক প্রকার নিশ্চিত বলে আবগারি দপ্তরের অফিসাররা মনে করছেন। জেলা আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর ৩০ নভেম্বর পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলাকে ৯০৭ কোটি টাকার মদ বিক্রির টার্গেট দেওয়া হয়েছিল। যদিও ওই সময়সীমার মধ্যে ৯৩৪ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

আরও পড়ুন : পর্যটকদের নিরাপদে সরিয়ে রাতভর বনকর্মীদের চেষ্টায় গোপগড় পার্ক থেকে সরল দাঁতাল

আরও পড়ুন : গোপগড় পার্ক থেকে তখনও ফেরত যাচ্ছেন পর্যটকরা, প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ দাঁতাল হাতির, হুলস্থূল কান্ড

আবগারি দপ্তরের অফিসারদের দাবি, আগামী ৩১ মার্চের মধ্যে আরও অন্তত আড়াইশো কোটির টাকার মদ বিক্রি হবে। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত এক হাজার কোটি বিক্রির টার্গেট দিয়েছে রাজ্য সরকার। যদিও জেলা আবগারি দপ্তরের অফিসারদের দাবি, সেই পরিমাণ ১১০০কোটি টাকা ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সর্বোচ্চ মদ বিক্রি স্থান তমলুক, দীঘা,মান্দারমনি ও এগরায় এমনটাই জানিয়েছে আবগারি দপ্তর।

আরও পড়ুন : আবাসিক হাতির তাণ্ডবে নাজেহাল বন দফতর! খাবারের খোঁজে মেদিনীপুর ও শালবনীতে ভাঙলো বাড়ি

আরও পড়ুন : পিকনিক নিয়ে বচসা! মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত ৭ পুলিশ কর্মী

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Purba Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.