Demonstration
আরও পড়ুন ঃ– মমতাকে ‘বেগম’ বলায় শুভেন্দু অধিকারীকে নোটিশ কমিশনের
পত্রিকা প্রতিনিধিঃ পানীয় জলের দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে শালবনী ব্লকের মৌপাল গ্রামে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামে পর্যাপ্ত পরিমাণ জল নেই পানীয় জলের কষ্টে আছেন তাঁরা। প্রায় হাজারখানেক গ্রামবাসীদের জন্য পানীয় জলের সুষ্ঠু কোনো ব্যবস্থা নেই।
তাই পানীয় জলের সু-ব্যবস্থা করার দাবিতে রাজ্য সড়কের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। স্থানীয়দের অভিযোগ, ‘এলাকায় পাইপলাইন থাকলেও ঠিকঠাক জল সরবরাহ হয় না। যে জল আসে তাতে আমাদের চাহিদা মেটে না। দীর্ঘদিন থেকেই জলের সমস্যা রয়েছে।
তবে ভোটের আগে প্রশাসনের পক্ষ থেকে কথা দেওয়া হয়েছিল, পানীয় জলের ট্যাপ করে দেওয়া হবে। তারপর আর কারুর দেখা নেই। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধের পথ বেছে নিতে হয়েছে। তবে এই ঘটনার খবর পেয়ে প্রশাসন দ্রুত জলের সমস্যার সমাধান করার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন এলাকার বাসিন্দারা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Demonstration
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore