পত্রিকা প্রতিনিধি : এবার ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুর(Paschim Medinipur) জেলার কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে (Keshiary Rural Hospital)। বুধবার অনেকেই ভোর থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য হাজির ছিলেন হাসপাতালে।
সময় অনুযায়ী ভ্যাকসিনেশন শুরু হওয়ার পরেই ভ্যাকসিন নিতে আসা১৮-৪৪ বছর বয়সীরা জানতে পারেন অগ্রাধিকার শ্রেণিভুক্ত ব্যতিত অন্য কেউ পাবেন না। বিশেষ বিশেষ পেশার সাথে যুক্ত ব্যক্তিরা যারা নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করেছেন তারাই টিকা পাবেন। এরপরই অসন্তোষ ছড়ায়। বিক্ষোভ দেখাতে থাকেন ভ্যাকসিন নিতে আসা বেশ কয়েকজন। তাঁদের অভিযোগ, রাত দুটো থেকে লাইন দিতে হচ্ছে। সকাল পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো কিছু জানানো হয়নি। সাড়ে ন’টার পর তালিকা অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বুধবার কোন কোন ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে-তার একটি বিজ্ঞপ্তি মঙ্গলবার দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোট ৩০০ জন এদিন ভ্যাকসিন পাবেন। যাদের মধ্যে ১৮-৪৪ বছর বয়সীদের ১০০ জনকে দেওয়া হবে। কিন্তু বিজ্ঞপ্তি পুরোটা না দেখে সাধারণ অনেকেই চলে আসেন। ফলে গণ্ডগোল বাধে।