বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এদিক-থেকে ওদিক যাওয়ার একমাত্র ভরসা বাবার কোল। নয়তো দুই হাতে ভর দিয়ে ঘষটে ঘষটে চলতে হয়। শৈশব থেকে এভাবেই কেটেছে তার জীবন। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here
2/5. বাবার কোলে চড়েই পৌঁছায় পরীক্ষা কেন্দ্রে, বসে পরীক্ষার হলে, কলম ধরে উত্তর লেখে মাটিতে বসে। সেই ইচ্ছাশক্তি আর জেদই আজ তাকে জীবনযুদ্ধে এগিয়ে নিয়ে চলেছে। পশ্চিম মেদিনীপুরের পিংলার বরাগেড়িয়া রমানাথ আদর্শ শিক্ষা নিকেতনের ছাত্রী প্রিয়াঙ্কা ভৌমিক।

আরও পড়ুন : The Incredible Journey of Karnataka’s Ashutosh! -🚴♂️৬০৫ দিনে ২৪টি রাজ্য ভ্রমণ
আরও পড়ুন : মেদিনীপুর কলেজে বহিরাগতরা ঢুকে ছাত্রদের মারধর! পদক্ষেপ নিতে অধ্যক্ষের অফিসের সামনে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের
3/5. ছোটবেলায় এক দুর্ঘটনায় পড়ে দু’পা অকেজো হয়ে যায় তার। তারপর থেকে জীবনটা বদলে যায় একেবারে। বাইরে বেরোতে গেলে বাবার কাঁধই একমাত্র সম্বল। প্রতিদিন সকালে বাবা বরুণ ভৌমিক তাকে সাইকেলে চাপিয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান।


4/5. গেটের সামনে এসে কোলে তুলে নেন, বসিয়ে দেন পর্ষদের নির্ধারিত বিশেষ বসার জায়গায়। সেখানেই মেঝেতে বসে পরীক্ষা দেয় প্রিয়াঙ্কা। শরীর অসুস্থ, কিন্তু মন হার মানেনি। কলা বিভাগ নিয়ে পড়াশোনা করছে সে। কঠিন বাস্তবের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে নিজের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে।


5/5 তার বাবাও ছাড়েননি মেয়ের হাত, প্রতিটি পদক্ষেপে পাশে আছেন মা-ও। পরীক্ষার হলে ঢোকার সময় বন্ধুদের ছুটে যেতে দেখে এক চিলতে হাসি ফোটে তার মুখে। হয়তো মনে হয়, যদি সেও ওদের মতো দৌড়ে যেতে পারত! তবে সে হেরে যেতে শেখেনি। কলমের খোঁচায় সে লিখছে নিজের ভবিষ্যৎ।
আরও পড়ুন : মেলা দেখতে গিয়ে বচসা! নারায়ণগড়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
আরও পড়ুন : পিংলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ড্রাইভার সহ ২
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Priyanka’s Struggle – Overcoming Challenges for Higher Secondary Exams
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper