Home » আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পূর্ব মেদিনীপুরের একাধিক সেন্টারে চলছে প্রস্তুতি

আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পূর্ব মেদিনীপুরের একাধিক সেন্টারে চলছে প্রস্তুতি

by Biplabi Sabyasachi
0 comments

JEE

আরও পড়ুন ঃহলদিয়ায় ৭ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার প্রৌঢ়

পত্রিকা প্রতিনিধিঃ করোনা আবহে প্রায় ১৮ মাস ধরে পঠন-পাঠন থেকে অনেকটাই দূরে পড়ুয়ারা। দীর্ঘদিন পর পড়ুয়ারা বসতে চলেছে উচ্চ শিক্ষাল পরীক্ষায়। সেই মতো আগামীকাল, শনিবার করোনা স্বাস্থ্য বিধি মেনেই রাজ্যের বিভিন্ন সেন্টারে নেওয়া হবে জয়েন এন্ট্রান্স পরীক্ষা(Joint Entrance Exam)।

নিজস্ব চিত্র

সেই মতো অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলার তমলুক (Tamluk), পাঁশকুড়া (Panskura),কাঁথি(Contai) ও হলদিয়ায়(Haldia) পরীক্ষার সেন্টার পড়েছে। সরকারি নিয়ম অনুসারে প্রতিটি সেন্টারে একটি বেঞ্চে একজন করে পড়ুয়া বসবে। তাই শুক্রবার তমলুকের হ‍্যামিল্টন হাইস্কুল দমকল আধিকারিকরা এসে স্কুল স‍্যানিটাইজ করে। উল্লেখ্য , পূর্ব মেদিনীপুর জেলায় মোট পরীক্ষা(Exam) সেন্টার ৬ টি। কাঁথিতে দুটি সেন্টার, পাঁশকুড়ায় দুটি,হলদিয়ায় একটি ও তমলুকে একটি। তবে ওই সেন্টার গুলিতে কোভিডের সমস্ত গাইডলাইন মেনেই পরীক্ষা নেওয়া হবে।সকাল থেকে চলছে তারই প্রস্তুতি।তমলুক হ‍্যামিলন্টন হাইস্কুলে ৩৫০ জন পড়ুয়া পরীক্ষা দেবে।তাদের জন্য ২৫ টি রুম প্রস্তুত করা হয়েছে।কোভিডের সমস্ত বিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

JEE

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.