Election Result
আরও পড়ুন ঃ–ভোট গননার আগে নন্দীগ্রামের পঞ্চায়েত অফিসে চুরি, চাঞ্চল্য এলাকায়
পত্রিকা প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। একুশের ভোটের হাইভোল্টেজ এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে তাঁর দলেরই এক প্রাক্তন সেনাপতি তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী । অপদিকে এই দুই নেতা- নেত্রীর বিরোধী সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখ্যার্জি। আগামীকাল, ২রা মে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে হলদিয়ার দিকে।
কারণ এই হলদিয়া থেকেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। নন্দীগ্রাম ছাড়াও আরও দুটি বিধানসভা কেন্দ্র, হলদিয়া এবং মহিষাদল কেন্দ্রের ভোট গণনা হবে হলদিয়া গর্ভমেন্ট স্পনসর্ড হাইস্কুলে। ফলে প্রস্তুতি তুঙ্গে। এখন কোভিড পরিস্থিতির মধ্যে কড়া নিরাপত্তার মধ্যে চলছে হলদিয়া গণনা কেন্দ্রের প্রস্তুতি। শনিবার ইতিমধ্যে গোটা হলদিয়া চত্বর কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। প্রশাসনের তরফ থেকে রবিবার এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রাখার জন্য প্রচার করা হয়েছে। গণনা কেন্দ্রের চারপাশে কোভিড প্রোটোকল মেনে কার্যত সাজোসাজো রব।
এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট কেটিপিপি হাইস্কুল ও কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ , কাঁথি প্রভাত কুমার কলেজ , এগরা ঝাটুলাল হাইস্কুল , বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে ১৬ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। তাই প্রতিটি গণনা কেন্দ্রের ১০০ মিটারের বাইরে অস্থায়ীভাবে ব্যারিকেড করা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। করোনা বিধি মেনে সমস্ত প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Election Result
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore