Home » বিজেপিতে যোগদানের পর আবজল শা’র নামে পোস্টার, চাঞ্চল্য এলাকায়

বিজেপিতে যোগদানের পর আবজল শা’র নামে পোস্টার, চাঞ্চল্য এলাকায়

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ গতকাল শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি নিহত কুরবান শা’র দাদা আবজল আলী শা । আর তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। কয়েকবছর শুভেন্দু অধিকারীর হাত ধরে মাইশোরা তৃণমূল কংগ্রেসে আসেন আবজল শা। তবে গতকাল শুভেন্দু অধিকারী হাত ধরেই নিমতৌড়িতে বিজেপিতে যোগদান করেন আবজল আলী শা সহ একাধিক নেতারা। তবে এই ঘটনার পর মঙ্গলবার মাইশোরার বিভিন্ন এলাকায় আবজল আলী শা’র নামে পোস্টার পড়তে দেখা যায়। যেখানে লেখা আছে আবজল শা বিজেপি দালাল দূর হাঁটাও। তবে আশ্চর্যের বিষয় বিজেপিতে যোগদানের পরেও মাইশোরার কার্যালয় তৃণমূলের পতাকা দেখতে পাওয়া গেল।

এই নিয়ে আবজল আলী শা বলেন – এটি কোন দুষ্কৃতীদের কাজ। আমি রাজনীতিতে এসেছি আমার ভাইয়ের দোষীদের শাস্তির জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে সেই সমস্ত দোষীদের ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছেন তাতে আমি দল ছাড়তে বাধ্য হলাম। আমি মাইশোর আর কার্যালয়ের তৃণমূলে নেতৃত্বদের বলেছি পতাকা খোলার জন্য তারা দু-তিন দিনের মধ্যেই পতাকা খুলে দেবেন। ওটি আমার নিজস্ব অফিস তাই নিজস্ব কাজে ব্যবহার করব।

অপরদিকে এই প্রসঙ্গে মাইশোরার তৃণমূল নেতৃত্ব সুজিত রায় বলেন- এই সমস্ত কাজ বিজেপির পুরনো সদস্যদের। তারা চায় না আবজাল আলী শা তাদের দলে আসুক সেই কারণেই হয়তো এই সমস্ত পোস্ট তারা লাগিয়েছেন। তবে আবজল আলী শা বিজেপিতে যাওয়ায় মাইশোরা অঞ্চলের তৃণমূলের জেতা আরো সহজ হয়ে গেল। ওটি মাইশোরাতৃণমূল কংগ্রেসের কার্যালয় আবজল আলী শা ব্যক্তিগত নয়, তাই ওখানে পতাকা অবশ্যই থাকবে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.