শুভম সিং: বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠলো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ব্লকের গোয়ালাপুকুর এলাকায়। bhagabanpur news , bhagabanpur, biplabi sabyasachi news, purba medinipur news, latest bengali news, bengal news
জানা গিয়েছে,শনিবার সন্ধ্যায় দলীয় আলোচনা শেষ করে নিজেদের বাড়ি ফেরার পথে হঠাৎই বিজেপি নেতা কর্মীদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে এই হামলার পর গুরুতর জখম হয়েছেন বেশকিছু বিজেপি নেতৃত্ব সহ কয়েকজন বিজেপি কর্মী।যদিও পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এই ঘটনার সঙ্গে তাদের দলের কেউ যুক্ত নয় বলে দাবি করেছে।অভিযোগ, তাম্রলিপ্ত সাংগঠনিক জেলার ভার্চুয়াল মিটিং হচ্ছিল ভগবানপুরে গোয়ালাপুকুর সংলগ্ন এলাকায়। মিটিং শেষ করে বাড়ি ফেরার জন্য রওনা দেন বিজেপি নেতৃত্বরা। তখনই শাসক দলের মধ্যে কিছু দুষ্কৃতিকারী যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ।
এবিষয়ে ভগবানপুরে বিজেপি নেতা দেবব্রত কর বলেন আমরা ভার্চুয়াল মিটিং শেষ করে বাড়ি ফেরা জন্য রওনা দিয়েছিলাম।তখনই বেশ কয়েকজন যুবক বাইকে করে এসে আমাদের উপর হামলা চালায়। তাদের হাতে লোহার রড ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল।হামলার বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব গুরুতর জখম হয়েছে।তবে অভিযোগ না নিয়ে উল্টে থানা থেকে বের করে দেয় পুলিশ। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
আরো পড়ূণ- ফের রেকর্ড সংক্রমণ খড়্গপুরে ,IIT ক্যাম্পাসের ৩ জন সহ শহরে মোট আক্রান্ত ৪৭
পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন, ভগবানপুরের এই ঘটনার সঙ্গে তাদের দলের কেউ যুক্ত নয়।তবে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এমন ঘটনা।তাছাড়া এরকম করে বিজেপি প্রচারে আসার চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে ভগবানপুর থানার ওসি প্রণব রায় বলেন, এই ঘটনা নিয়ে এখনো আমাদের কাছে কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।তবে লিখিত অভিযোগ দায়ের হলে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi