Home » কর্মী সমর্থকদের মারধর, কাঁথিতে বিজেপির বিক্ষোভ মিছিল

কর্মী সমর্থকদের মারধর, কাঁথিতে বিজেপির বিক্ষোভ মিছিল

by Biplabi Sabyasachi
0 comments

BJP’s protest procession in Kanthi

আরও পড়ুন ঃ-বাজকুল কলেজে এবিভিপি ও টিএমসিপি ছাত্র সংগঠনের সংঘর্ষ ও বোমাবাজি

শুভম সিং:পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার বসন্তিয়াতে গতকাল রাতে শুভেন্দু অধিকারীর জনসভা থেকে ফেরার পথে হামলার মুখে পড়ল বিজেপি সমর্থক ও তাদের একাধিক গাড়ি।আর এই ঘটনার প্রতিবাদে সোমবার কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কা‍ঁথি ভবতারিণী মন্দির থেকে কাঁথি থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল আয়োজিত হয়।এরপর মিছিল শেষে কাঁথি পোস্ট অফিস মোড়ে সভা হয় । এদিন বিক্ষোভ মিছিল ও সভায় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী,জেলা কমিটির সাধারণ সম্পাদক তাপস দলুই,অসীম মিশ্র,নবীন প্রধান, বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী,বিজেপি নেত্রী বনশ্রী মাইতি সহ অন্যান্য দলীয় কর্মীরা।উল্লেখ্য, ‘আর নয় অন্যায়’ স্লোগান নিয়ে রবিবার বিকেলে কাঁথির ঢোলমারি থেকে বসন্তিয়া পর্যন্ত একটি মিছিল করেন শুভেন্দু। এরপর বসন্তিয়াতে জনসভা করেন তিনি। সেই সভা থেকে ফিরছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, মানিকপুরের কাছে বিজেপি কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

এদিন জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন ,যারা অতর্কিত আক্রমন করে তারা শুধু অসভ্য বর্বর নয় তারা দেশবিরোধী।তাছাড়া যারা আইনের সুযোগ নিয়ে মানুষের উপর অত্যাচার করে তাহলে সাধারণ মানুষ আইন হাতে তুলে নিবেন।আর মানুষ হাতে আইন তুলে নিয়ে হার্মাদের মুখের চেহারা পাল্টে যাবে।ফলে তাদের অতিপরিচিত মানুষ ও তাদের চিনতে পারবে না।বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী বলেন ,যে সমস্ত হার্মাদরা বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে তার উত্তর আমরা পদে পদে দেবো।তাছাড়া বিজেপি পার্টির কোনো সভায় আগত কর্মী সমর্থকদের আর কোনো প্রশাসনিক নিরাপত্তা দিতে হবে না।তাদের নিরাপত্তার দায়িত্ব বিজেপির নিজেদের কর্মী সমর্থকেরা দেবে।পুলিশ প্রশাসন তৃণমূল নেতাদের নিরাপত্তার দায়িত্বে থাকুন , আপনাদের আমাদের কোনো দরকার নেই।

জেলা তৃণমূল কোর কমিটির সদস্য মামুদ হোসেন বলেন,গত পঞ্চায়েত নির্বাচনে সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে কাঁথি এসডিও অফিসের সামনে বিজেপি ,সিপিএম ও কংগ্রেস কর্মীদের আক্রমণ করা হয়েছে। পাশাপাশি ব্লক নমিনেশন দিতে দেওয়া হয়নি। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে পঞ্চায়েত বিরোধী-শূন্য হবে তাকে ৫ কোটি টাকা সরকারি অনুদান দেওয়া হবে। আর তিনি কাঁথিতে অমিত শাহের সভাস্থলে জল ঢুকিয়ে পুরো সভাকে বিপন্ন করেছিলেন। তাই আর এদের মুখে গণতন্ত্র মানায় না,এরাই গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাছাড়া গতকালের ঘটনার সঙ্গে আমাদের কোনো তৃণমূল কর্মী যুক্ত নয়। তাছাড়া নতুন বিজেপি কর্মীরা আসতেই পুরনো বিজেপি কর্মীরা তাদের নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

BJP’s protest procession in Kanthi

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.