Home » Winners Team : অভিনব উদ্যোগ! মহিলাদের নিরাপত্তার জন্য খড়্গপুরে গঠিত হল পুলিশের ‘উইনার্স টিম’

Winners Team : অভিনব উদ্যোগ! মহিলাদের নিরাপত্তার জন্য খড়্গপুরে গঠিত হল পুলিশের ‘উইনার্স টিম’

by Biplabi Sabyasachi
0 comments

Police Winners Team : দিনের-পর-দিন খড়গপুর শহরে মহিলাদের গলার অলঙ্কার, মোবাইল ফোন চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। খড়গপুর টাউন থানার পুলিশের উদ্যোগে গঠন করা হল একটি টিম। টিমের নাম উইনার্স টিম।


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চুরি ছিনতাই, ইভটিজিং দমন করার জন্য পুলিশের পক্ষ থেকে গঠন করা হল মহিলা পুলিশের উইনার্স টিম। দিনের-পর-দিন খড়গপুর শহরে মহিলাদের গলার অলঙ্কার, মোবাইল ফোন চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। খড়গপুর টাউন থানার পুলিশের উদ্যোগে গঠন করা হল একটি টিম। টিমের নাম উইনার্স টিম।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে রেল লাইনে কাজ করার সময় মাটি কাটা যন্ত্র চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব চিত্র : খড়্গপুরে গঠিত হল পুলিশের ‘উইনার্স টিম’

১৬ জন মহিলা পুলিশদের নিয়ে বানানো হয়েছে এই টিম। মূলত এই দলের কাজ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খড়গপুর শহর জুড়ে বাইক বা স্কুটারে করে টহল দেওয়া। চুরি-ছিনতাই, ইভটিজিং দমন করার জন্য এই টিম গঠন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রাত হলেই খড়্গপুর শহর জুড়ে টহল দিতে দেখা যায় এই টিমকে।

আরও পড়ুন : এসএসসি দুর্নীতির প্রতিবাদে পুলিশের লাঠি চার্জ, মেদিনীপুরে বিক্ষোভ

নিজস্ব চিত্র : খড়্গপুরে গঠিত হল পুলিশের ‘উইনার্স টিম’

উল্লেখ্য, সারা দেশের পাশাপাশি রাজ্যেও প্রায়ই প্রতিনিয়ত প্রতিনিয়ত নারীদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।তাই নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরে রাজ্যের সব জেলাতে তৈরি হয়েছে মহিলাদের বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্যই মহিলা পুলিশের স্কোয়াড।

আরও পড়ুন : সবুজে সাজবে মেদিনীপুর! পুর উদ্যোগে শুরু হবে সৌন্দর্যায়নের কাজ

Advertisement

গত একমাস বেশি সময় ধরে মহিলা পুলিশ কর্মীদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে উপযোগী তৈরি করা হয়েছে। প্রতিটি জেলায় তৈরি হচ্ছে, বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা পুলিশের “উইনার্স স্কোয়ার্ড” টিম। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চালু করা হয়েছে হেল্প লাইন নম্বর। আর এই নাম্বারে কল করে অভিযোগ জানানোর ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবে মহিলা পুলিশের এই বিশেষ টিম।

আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর সভা ঘিরে জনতা-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র , উত্তেজনা এলাকায়

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Death

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.