0
পত্রিকা প্রতিনিধি: ফের হানা অবেধ চোলাই ভাটিতে।কেশিয়াড়ি থেকে বাজেয়াপ্ত প্রায় ৯০০০ লিটার চোলাই মদ।শুক্রবার কেশিয়াড়ি থানা,জেলা ও বেলদা আবগারী দপ্তরের যৌথ উদ্যোগে কেশিয়াড়ি থানার অধীন ডাডরা,উত্তর ডম্বুরকোলা,জোতিকৃষ্ণপুর সহ বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালানো হয়।বাজেয়াপ্ত করা হয় অবৈধ চোলাই মদ।প্রসঙ্গত সুবর্নরেখার নদী তীরবর্তী এলাকায় বেশ কয়েকমাস ধরেই অবৈধ চোলাইয়ের কারবার বেড়েই চলছিল।অপরদিকে গোপন সুত্রে খবর পেয়ে যৌথ অভিযানে সাফল্য আসে।তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।পরবর্তী সময়ে আরও অভিযান চালানো হবে জানানো হয় আবগারী দফতর সুত্রে।