0
পত্রিকা প্রতিনিধি: অভিযান চালিয়ে দেশি মদের ঠেক ও মদ উদ্ধার করলো আবগারি দফতর।সোমবার সকাল নাগাদ দাসপুর থানার সোনামুই-জোৎঘ্যানসাম সড়কের দিল্লির খালগোড়া দিয়াসি পাড়া এলাকায় ওই অভিযান চলে।জানা গেছে দীর্ঘদিন ধরেই ওই পাড়ায় অবৈধ ভাবে দেশি মদের ঠেক চালিয়ে চোলাই বিক্রয় চলছিল।ফলে মদ্যপান করে অনেক গরীব পরিবারগুলি সর্বশান্ত হয়ে গিয়েছে এবং অন্যদিকে পরিবেশ নষ্ট হওয়ার দিকটিও উঠে আসে। বারে বারে স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ জানালে সোমবার অভিযান চালিয়ে কিছু দেশি মদ ও মদ রাখার সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায়।