পত্রিকা প্রতিনিধি : দীর্ঘদিন ধরে রাস্তার কাজ না হওয়ার দরুন রাস্তার মধ্যে তৈরি হয়েছে ছোট বড়ো গর্ত। সমস্যায় পড়তে হচ্ছে পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের। এমনকি বৃষ্টির দিনে ওই রাস্তায় যাতায়াত করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর কাছে। এবার রাস্তা সারাইয়ের দাবিতে বিনপুর ১ নং ব্লকের বেলাটিকরী গ্রামপঞ্চায়েত অফিসে তালা ঝোলালো গ্রামবাসী । রাস্তা মেরামতের দবিতে বিজেপি পরিচালিত প্রধান অফিসে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাল বাসিন্দারা। অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান এমনকি বিডিও অফিসে বারে বারে আবেদন নিবেদন করেও কোন কাজ না হওয়ায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঝাড়্গ্রাম জেলার বিনপুর এক ব্লকের বেলাটিকরী দু নম্বর অঞ্চলে তালা বন্ধ দেন। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলে সমস্যার সমাধান করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বড় জামদা থেকে আমলাজোড়া (খাঁকড়িখাল) পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার মোরাম রাস্তার একেবারে বেহাল দশা। এমনিতেই ওই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। তার উপরে সামন্য বৃষ্টি হলে খানাখন্দ জলে পরিপূর্ণ হয়ে যায়। যার ফলে গ্রামের কোনও অসুস্থ ব্যক্তি বা অন্তঃস্বত্বা মহিলাকে হাসপাতালে নিয়ে আসতে খুব সমস্যা পড়তে হয়। এমনকি ওই রাস্তা দশা একটাই খারাপ যে কোনও গাড়ি যেতে চাই বলে অভিযোগ করেন স্থানীয় মানুষজনেরা। জানা গিয়েছে ওই রাস্তার উপরে প্রায় দশ থেকে বারোটি গ্রামের মানুষজনদের যাতায়াতের একমাত্র পথ।
0
previous post