পত্রিকা প্রতিনিধি :রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে ধাক্কা মেরে নয়নজুলিতে উল্টে মোটর বাইক।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের জয়কৃষ্ণপুর এলাকায়।আহত মহিলার নাম সুপর্ণা সামন্ত(৩০),তার বাড়ি জয়কৃষ্ণপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সকালে এক মহিলা চাষের কাজ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে চাষের জমি দেখছিলেন ঠিক সেই সময় খড়াই মোড় থেকে আসা প্রতাপদীঘি গামী একটি দ্রুত গতির মোটরবাইক এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই মহিলাকে ধাক্কা মেরে নয়নজুলিতে উল্টে যায়।এরপর স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ছুটে এসে আহত মহিলা ও বাইক চালককে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।এই ঘটনার খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ,এই জয়কৃষ্ণপুর এলাকায় প্রতিনিয়ত একের পর এক বড়সর দুর্ঘটনা ঘটে চলেছে, মৃত্যু হয়েছে একাধিক জনের।কিন্তু প্রশাসন সবকিছু দেখেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না।তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ খুব শ্রীঘ্রই যাতে এই এলাকার রাস্তার টার্নিং মোড়ে যাতে ২টি ব্যারিকেড বসানো হয় তার ব্যবস্থা করুন।না হলে এই এলাকায় প্রতিনিয়ত এমনই দুর্ঘটনা ঘটতে থাকবে।