Elephant Attack
পত্রিকা প্রতিনিধি: এলাকায় হাতি থাকলে কি করবেন বা কি করবেন না জানিয়ে বারেবারে বন দফতরের পক্ষ থেকে সচেতনতার প্রচার চললেও এখনও হুঁশ ফেরেনি অনেকের। যার ফলে ঘটে চলেছে জখম হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও। এবার হাতির হানায় জখম হলেন এক যুবক। ঘটনাটি সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) পিড়াকাটার (Pirakata) রঞ্জা (Ranja) এলাকায়। ওই যুবকের নাম রবিলাল মান্ডি (Rabilal Mandi) (32), বাড়ি পিড়াকাটার বেনাগেড়িয়াতে (Benageria) । জানা গিয়েছে, ওই এলাকায় একটি হাতি রয়েছে। এদিন সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ জঙ্গল ছেড়ে লোকালয়ের কাছাকাছি চলে এলে স্থানীয় লোকজনদের অনেকে তাড়াতে গিয়েছিলেন। সেই সঙ্গে বেশ কিছু যুবক হাতি দেখতে যায়। তাঁদের মধ্যে রবিলালও ছিল। একসময় হাতিটি তাড়া করলে রবিলাল পড়ে যায়। তাঁকে পায়ে করে হাতিটি লাথি মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আরও পড়ুন:- ‘বজ্ররোধী ছাতা’-র মডেল তৈরী করে রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসে সাফল্য পূর্ব মেদিনীপুরের শ্রেয়কের
Elephant Attack
খবর যায় বন দফতরে। তাঁকে উদ্ধার করে প্রথমে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে (Shalboni Super speciality Hospital) নিয়ে যায়। পরে মেদিনীপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Midnapore Medical College and Hospital) স্থানান্তরিত করা হয়। জখম যুবককে দেখতে হাসপাতালে যান পিড়াকাটা রেঞ্জের বনকর্মীরা। আপাতত সুস্থ আছেন বলে জানা গিয়েছে। পিড়াকাটা রেঞ্জের আধিকারিক লক্ষ্মীকান্ত মাহাত (Laxmikanta Mahata)মানছেন, এক যুবক জখম হয়েছেন।
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে সাতসকালে উদ্ধার অপরিচিত যুবকের মৃতদেহ
আরও পড়ুন:- মেদিনীপুরের হোম থেকে পলাতক এক আবাসিক উদ্ধার, বাকি ২ জনের খোঁজে পুলিশ
তিনি বলেন, এলাকায় হাতি থাকলে বিভিন্ন সময় সচেতনতার প্রচার চালানো হয় হাতির কাছাকাছি না যাওয়ার জন্য। তারপরও অনেকে অসচেতন ভাবে চলে গেলে ঘটছে বিপদ। সচেতনতার প্রচারে জোর দেওয়ার পাশাপাশি হাতিটিকে অন্যত্র সরানো চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা।
আরও পড়ুন:- Google অ্যাপের ফ্রি কোচিং পরীক্ষায় নজরকাড়া সাফল্য মহিষাদলের শৌভিকের
আরও পড়ুন:- ‘রঙ’ বদলালেও পশ্চিম মেদিনীপুরের লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বদলাচ্ছে না প্রধান ও উপপ্রধান
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore