Murder
আরও পড়ুন ঃ–ডেবরায় বহিরাগতদের নিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ভারতীর বিরুদ্ধে
পত্রিকা প্রতিনিধি: দ্বিতীয় দফার ভোট শুরুর কিছুঘন্টা আগেই ফের উত্তপ্ত কেশপুর। তৃনমূল বিজেপির সংঘর্ষে মৃত্যু হল এক তৃনমূল কর্মীর। অভিযোগ, ওই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে ।কেশপুর ব্লকের ৪ নং অঞ্চল গোলাড় এলাকার দাদপুর গ্রামের, হরিহর চক ৭৩ নং বুথে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।নিহত ব্যক্তির নাম উত্তম দোলই। বয়স প্রায় ৪০। জানা যায় উত্তম বাবু নিজের বাড়িতে বসেই কাগজ পত্র রেডি করছিলেন পোলিং এজেন্ট হয়ে বসার জন্য, ঠিক সেই সময় হটাৎ বিজেপির ৩০-৩৫ জনদুষ্কৃতী মিলে ছুরি দিয়ে পেটে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে কেশপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে কেশপুর হাসপাতালের চিকিতসকেরা তাঁকে মেদিনীপুর হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন। কিন্তু মেদিনীপুর যাওয়ার আগেই রাস্তাতেই তাঁর মৃত্যু হয়।
অপরদিকে বৃহস্পতিবার সকালে বিজেপি প্রার্থী প্রীতিশ রঞ্জন কুমারের নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষ ও আর এক মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । শুধু তাই নয় তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ।বিশেষ সূত্রের খবর ঘটনার সূত্রপাত পোলিং এজেন্টকে বুথে বসানোকে কেন্দ্র করে ।তন্ময় বাবুর দাবি, গর্গজপোতা প্রাথমিক বিদ্যালয়ে ১৭৩ নম্বর বুথে তাদের এজেন্টকে বসাতে গিয়েছিলেন। ঠিক সেই সময়েই তাদের উপর চড়াও হন তৃণমূলের লোকজন।অভিযোগ কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সামনেই রড পিস্তল দিয়ে তাঁদের মারধর করা হয় । কেশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী শিউলি সাহা জানিয়েছেন, ‘এই ঘটনার সাথে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এটা হয়েছে।’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Murder
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore