Valentine’s Day 2022 is celebrated in a different way in Arabari of Salboni block of West Midnapore district.
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ভালোবাসার দিনটি অন্যরকম ভাবে পালিত হল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের আড়াবাড়িতে। গাছে ফুলের মালা পরিয়ে সবুজের ভালোবাসায় আবদ্ধ হলেন বনাধিকারী সহ বনকর্মী ও স্থানীয় মানুষজন। অঙ্গীকার করলেন সবুজ বাঁচানোর। এই সবুজ বাঁচাতে পাঁচ দশক আগে উত্তরাখণ্ডে গাছের গুঁড়ি জড়িয়ে ধরেছিলেন স্থানীয় মহিলারা। সেই ‘চিপকো আন্দোলন’ ঠাঁই পায় ইতিহাসে।
আরও পড়ুন:- সাত ঘণ্টা পর শালবনীতে কুঁয়ো থেকে হাতিটিকে উদ্ধার করল বন দফতর
আরও পড়ুন:- শালবনীতে কুঁয়োতে পড়ল হাতি, উদ্ধারকার্যে দেরী হওয়ায় বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে হাতির তান্ডবে ভাঙচুর বাড়ি, ক্ষতি আলুর
আজও বিভিন্ন জায়গায় গাছ কাটা রুখতে স্থানীয় বাসিন্দা সহ ছাত্র ছাত্রীরা জড়িয়ে ধরছেন গাছ। সোমবার ভালোবাসার দিনে আড়াবাড়ি বনাঞ্চলে গাছে ফুলের মালা পরিয়ে সবুজের প্রতি ভালোবাসা ও রক্ষার্থে অঙ্গীকারবদ্ধ হলেন উপস্থিত সকলে। এমনই এক অনুষ্ঠানের আয়োজন করেছে আড়াবাড়ি বনাঞ্চলের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন, সিসিএফ কেপি সিং, ডিএফও সন্দীপ বেরওয়াল, রেঞ্জার মলয় ঘোষ, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ।
Valentine’s Day 2022
আরও পড়ুন:- পিকনিক করতে এসে রেললাইনে সেলফি, মেদিনীপুরে ট্রেনের ধাক্কায় মৃত ২, আহত এক
আরও পড়ুন:- কয়েদিদের জোর করে আর নেওয়া হয় না, বেড়েছে স্বেচ্ছায় রক্তদান
সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার চাঁদড়া, গোয়ালতোড়ের জঙ্গল থেকে বহু সংখ্যক শাল গাছ চুরি হয়ে যাচ্ছে। একদল পাচারকারী সক্রিয় জেলায়। অনেকেই মনে করেন, স্থানীয়দের মধ্যে গাছের প্রতি ভালোবাসা জন্মালে রক্ষা পাবে বনভূমি। গাছ কেটে পাচারেও বাধা পাবে দুস্কৃতিরা। তাই ভালোবাসার দিনে বনভূমি রক্ষার্থে ফুলের মালা পরিয়ে অঙ্গীকার বলে জানান রেঞ্জার মলয় ঘোষ।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে পৌর নির্বাচনী প্রচারে নামবে তৃণমূলের শিক্ষক সংগঠন
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Valentine’s Day 2022
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore