Torture of Monkeys
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ফের হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ মেদিনীপুর শহরের রাঙ্গামাটির সূর্যনগর এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরেই একটি হনুমানের কামড়ে আহত হয়েছেন অনেকে। আতঙ্কও গ্রাস করছে। মেদিনীপুর রেঞ্জের আধিকারিক পাপন মহান্ত মানছেন হনুমানের কামড়ে আহত হওয়ার বিষয়টি। শহরের বাসিন্দা বুবুন মুখার্জী জানান, এই হনুমানটির কামড়ে তিনিও আহত হয়েছিলেন। তবে বহুবার চেষ্টা করেও বাগে আনতে নাজেহাল অবস্থা বন দফতরের। এর আগে ঘুমপাড়ানি গুলি করে বনকর্মীরা বহু দূরে ছেড়ে দিয়ে এলেও ফের পৌঁছে যায় রাঙামাটি এলাকায়। হনুমানটি স্বাভাবিক অবস্থায় নেই বলেই অনুমান অনেকের।
আরও পড়ুন:- খানাখন্দে ভরা রাস্তা! পূর্ব মেদিনীপুরে যাত্রীবাহী ট্রেকার উল্টে গুরুতর আহত ২
আরও পড়ুন:- পুজোর আগে মেদিনীপুর শহরে পুলিশি অভিযানে পিস্তল সহ গ্রেপ্তার ১৩ জন দুষ্কৃতী
আরও পড়ুন:- অনাস্থা ভোটে জিতে পশ্চিম মেদিনীপুরের ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত হল উপপ্রধান
জানা গিয়েছে, দিন পনেরো আগে বন দফতরের লোকজন হনুমানটিকে ধরতে ঘুম পাড়ানি গুলি করে। এক ব্যক্তির বাড়ির ছাদে গুলি খেয়ে পড়ে যায় হনুমানটি। ওই ব্যক্তির বাড়ির লোকজন বনকর্মীদের ছাদে উঠতে দেয় নি বলে অভিযোগ। ফলে তাকে উদ্ধার করতে পারেনি। স্থানীয়দের সহযোগিতা না পেলে কিভাবে ধরবে হনুমানটিকে? অনেক সময় বনকর্মীদের দেখে হনুমানটি বাড়ির ছাদে বা গাছের উঁচু ডালে বসে পড়ায় উদ্ধার সম্ভব হচ্ছে বলে জানান রেঞ্জার পাপন মহান্ত। তিনি বলেন, হনুমানটি স্বাভাবিক আচরণ করছে না। কুড়ি জন কর্মী রয়েছেন তাকে ধরার জন্য। অনেক সময় স্থানীয়দের অসহযোগিতার ফলে হচ্ছে না। তবে চেষ্টা চলছে।
আরও পড়ুন:- পুজোর আগে পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় ক্ষতি বিঘার পর বিঘা ধান ও সবজি জমি
আরও পড়ুন:- যুদ্ধকালীন তৎপরতায় শুরু হল পূর্ব মেদিনীপুরে কেলেঘাই নদী বাঁধ সংস্কারের কাজ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Torture of Monkeys
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Torture of Monkeys
Web Desk, Biplabi Sabyasachi online paper: Residents of Suryanagar area of Rangamati in Medinipur town are restless due to Hanuman’s violence. According to the locals, many people have been injured by a monkey bite for several days. Panic is also engulfing. Midnapore Range official Papun Mahant admits that the monkey was bitten. Bubun Mukherjee, a resident of the city, said he was also injured in the monkey bite. However, despite many attempts, the forest department is in a dilemma. Earlier, the forest workers fired at Ghumparani and left him far away, but he reached Rangamati area again. Many speculate that the monkey is not in normal condition.
It is learned that fifteen days ago, the people of the forest department shot a monkey to catch him. Hanuman was shot and fell on the roof of a man’s house. It is alleged that the people of the man’s house did not allow the forest workers to climb on the roof. As a result, he could not be rescued. How to catch monkeys without the cooperation of the locals? Ranger Papon Mahanta said that it was possible to rescue the monkey as he was sitting on the roof of a house or on a high branch of a tree. He said the monkey was not behaving normally. There are twenty workers to catch him. Many times it is not happening as a result of non-cooperation of the locals. However, efforts are underway.