Home » আজ মহাষ্টমী, কখন দিতে যাবেন অঞ্জলি ? জেনে নিন সন্ধি পুজার আদর্শ সময়

আজ মহাষ্টমী, কখন দিতে যাবেন অঞ্জলি ? জেনে নিন সন্ধি পুজার আদর্শ সময়

by Biplabi Sabyasachi
0 comments

Durga Puja

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: আজ মহাষ্টমী। আজকের দিনে ব্যস্ততার একেবারেই অন্ত নেই। অঞ্জলি থেকে শুরু করে কুমারীপুজো এবং সন্ধিপুজো – দুর্গাপুজোর সেই মুহূ্র্তগুলির জন্যই অপেক্ষা করে বসে থাকেন আপামর বাঙালি। পঞ্জিকা অনুসারে, এবার কখন অঞ্জলির সময় পড়েছে, তা দেখে নিন একনজরে –

তিথি আরম্ভ : ২৫ আশ্বিন/১২ অক্টোবর, মঙ্গলবার।

সময় : রাত ৯ টা ৪৯ মিনিট।

শ্রী শ্রী দেবীর মহাঅষ্টমীবিহিত পুজো শুরু : ভোর ৫ টা ৩০ মিনিট।

আরও পড়ুন:- স্টেডিয়ামের আদলে তৈরি পুজো মন্ডপে “খেলা হবে” মেদিনীপুর শহরে

Rich results in Google SERP when searching for "Durga Puja"
বার্জটাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটি

আরও পড়ুন:- পাঁশকুড়ায় লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে মালগাড়ির ৮টি বগি

শ্রী শ্রী দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পুজো, মহাষ্টমাদি কল্পারম্ভ (পঞ্চম কল্প) এবং মহাষ্টমী কল্পারম্ভ প্রশস্তা (ষষ্ঠ কল্প) : সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে। কিন্তু বারবেলানুরোধে সকাল সকাল ৮ টা ২৯ মিনিটের মধ্যে।

তিথি শেষ : ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।

সময় : রাত ৮ টা ৮ মিনিট।

মহাষ্টমী (গুপ্তপ্রেস পঞ্জিকা মতে)

তিথি আরম্ভ : ২৫ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার (ইংরেজি মতে রাত ১২ টার হয়ে গেলে পরদিন)।

সময় : রাত ১ টা ৪৬ মিনিট ৩৪ সেকেন্ড।

শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পুজো প্রশস্তা : সকাল ৯ টা ২৬ মিনিট ৫৫ সেকেন্ডের মধ্যে। কিন্তু কালবেলানুরোধে ৮ টা ২৮ মিনিট ৫৯ সেকেন্ডের মধ্যে।

তিথি শেষ : ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।

সময় : রাত ১১ টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ড।

আরও পড়ুন:- শিশুর নিস্তব্ধ আর্তনাদের যন্ত্রণা ফুটে উঠল মেদিনীপুর শহরের এক পুজো মণ্ডপে

Durga Puja

বিশেষ দ্রষ্টব্য : ২৫ আশ্বিন/১৩ অক্টোবর (বুধবার) সকাল ৮ টা ২৯ মিনিট পর্যন্ত অঞ্জলির আদর্শ সময়। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অঞ্জলি হবে। কোথাও কোথাও সকাল ১০ টা ৩০ মিনিট গতে অঞ্জলি বলা হয়েছে। পুজো কমিটির ভিত্তিতেও অঞ্জলির সময় ঠিক হয়েছে। অরবিন্দনগর এ্যাথলেটিক ক্লাবে যেমন সকাল ৯ টায় অঞ্জলি হবে। আবার রবীন্দ্রনগর সার্বজনীনে সকাল ১১ টা থেকে বেলা ১২ টা ৩০ মিনিট পর্যন্ত অঞ্জলির সময় দেওয়া হয়েছে। তবে অঞ্জলি কখন হবে, তা একবার নিজের পাড়ার পুরোহিত বা উদ্যোক্তাদের থেকে অতি অবশ্যই জেনে নিন।

সন্ধিপুজো – সন্ধ্যা ৭ টা ৪৪ মিনিট থেকে রাত ৮ টা ৩২ মিনিট পর্যন্ত। বলিদান – রাত ৮ টা ৮ মিনিটে।
তিথি শেষ : ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।
সময় : রাত ৮ টা ৮ মিনিট।

আরও পড়ুন:- পঞ্চমীতেই মেদিনীপুর শহরে পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, ষষ্ঠী থেকে থাকছে যানবাহনের ক্ষেত্রে বিধিনিষেধ

আরও পড়ুন:- বন্যার জল পেরিয়ে পরিষেবা দিলেও পুজোর আগেও চার মাসের ইন্সেন্টিভের টাকা পেল না পশ্চিম মেদিনীপুরের আশাকর্মীরা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Durga Puja

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.