Baby Girl
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: রেবতী ভুঁইঞা নামে এক মাছ বিক্রেতা মহিলা যাত্রীর কোলে নিজের ছোট্ট কন্যা সন্তানকে একটু বসানোর অনুরোধ করেছিলেন এক মদ্যপ ব্যক্তি। সিটে বসা মহিলা শিশুটিকে কোলে নেয়। আর সেই সুযোগে বাস থেকে নেমে পালায় ওই ব্যক্তি। ঘটনাটি ঘটে শনিবার বিকেলে ঘাটাল থেকে পাঁশকুড়া গামী একটি বাসে। বাসটি ঘাটালে প্রবেশ করলেও শিশু কন্যার বাবাকে না পেয়ে রীতিমতো সমস্যায় পড়েছিলেন মহিলা। এদিকে বাবা-মা হারা সেই সন্তান কেঁদেই চলেছে।
আরও পড়ুন:- আদিবাসী নৃত্য দলের উপর গাড়ি চালিয়ে ২০ জনকে হত্যার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ পরগণা মহলের
লোকের পরামর্শে সেই শিশুকে নিয়ে ঘাটাল হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা করাতে হাজির হন কিংকর্তব্যবিমূঢ় সেই মহিলা। সেখানেই একদিন থাকার সময়ে বিষয়টি চারদিকে রটে যায়। রেবতী দেবী রবিবার বিকেলে হাজির হয়েছিলেন নিজের এলাকা দাসপুর থানাতে। দু’দিন পরে এক মা কেঁদে হাজির হয়। পুলিশ মারফত শিশুটি চাইল্ডলাইনের কাছে যায়। অবশেষে সোমবার বিকালে তা প্রমাণ দিয়ে ফিরে পান মা। জানা যায়, ছোট্ট এই রিয়া দাসপুর থানার নবীন মানুয়া এলাকার শ্রীমন্ত ও সীমা রাউতের একমাত্র সন্তান।
আরও পড়ুন:- দিঘায় বেড়াতে এসে হোটেলের সুইমিং পুলে ডুবে শিশুর মৃত্যু , চাঞ্চল্য এলাকায়
আরও পড়ুন:- নিম্নচাপের প্রভাবে রবি ও সোমবার ভারী বৃষ্টি, দুই মেদিনীপুরে হলুদ সতর্কতা
সীমা দেবী জানিয়েছেন, পুজোর সময় কয়েকদিন খড়্গপুর সদর থানা এলাকার গোকুলপুরে বাপের বাড়ি গিয়েছিলেন ছোট্ট রিয়াকে নিয়েই। ১৬ অক্টোবর রিয়ার বাবা শ্রীমন্ত তাদের বাড়ি ফিরে আসতে চাপ দেয়। সীমা দেবী রাজি না হওয়ায় শ্রীমন্ত জোর করে রিয়াকে নিয়ে বাড়ির পথে রওনা দেয়। রাস্তায় ঘাটাল গামী বাসে উঠে জগন্নাথপুরে রেবতী দেবীর কোলে দিয়ে সামনের স্টপেজে নেমে যায়।
আরও পড়ুন:- শনিবার রাত পর্যন্ত ১০৪ টি প্রতিমা বিসর্জন মেদিনীপুর শহর সংলগ্ন নদীঘাটে, নজরদারি পুরসভা ও পুলিশের
আরও পড়ুন:- মেদিনীপুর সদরে বেআইনি ভাবে বালি মজুত করে পাচারের অভিযোগ, গ্রেফতার ব্যবসায়ী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Baby Girl
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Rebati Bhuiyan, a fishmonger, was asked by an alcoholic to place her young daughter in the lap of a female passenger. The woman in the seat took the child in her arms. And on that occasion the man got off the bus and fled. The incident took place on Saturday afternoon on a bus going from Ghatal to Panskura. Although the bus entered Ghatal, the woman was in trouble as she could not find the father of the baby girl. Meanwhile, the child who lost his parents is still crying.
On the advice of the people, the bewildered woman came to Ghatal Hospital with the child for first aid. While staying there for a day, the matter spread around. Rebati Devi appeared at her area Daspur police station on Sunday afternoon. Two days later a mother appeared crying. The child went to the childline through the police. The mother finally got back on Monday afternoon with proof of that. It is learned that this young Riya is the only child of Srimanta and Seema Raut of Nabin Manua area of Daspur police station.
Seema Devi said that during Puja, she went to her father’s house in Gokulpur of Khargpur Sadar Thana area for a few days with little Riya. On October 17, Riya’s father Srimanta forced them to return home. As Seema Devi did not agree, Srimanta forced Riya to go home. On the way, Ghatal got on the bus and got off at the front stop in Jagannathpur with the lap of Rebati Devi.