Home » Kharar Municipality : পশ্চিম মেদিনীপুরে খড়ার পুরসভায় ‘নাটক’, রাজ্য নেতৃত্বের নির্দেশ লঙ্ঘন করে ভোটাভুটিতে পুরপ্রধান পদে অনন্য মুখ, সাসপেন্ড অদ্যুৎ

Kharar Municipality : পশ্চিম মেদিনীপুরে খড়ার পুরসভায় ‘নাটক’, রাজ্য নেতৃত্বের নির্দেশ লঙ্ঘন করে ভোটাভুটিতে পুরপ্রধান পদে অনন্য মুখ, সাসপেন্ড অদ্যুৎ

by Biplabi Sabyasachi
0 comments

Tensions surrounding the swearing-in of the Kharar municipality

ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : খড়ার পৌরসভা শপথ গ্রহণকে ঘিরে উত্তেজনা,ভন্ডুল শপথ গ্রহণ। বিজেপি কাউন্সিলরের সমর্থনে ভোটাভুটিতে জয়ী হয়ে নির্বাচিত হল তৃণমুলের নতুন চেয়ারম্যান। ১০ টি ওয়ার্ড বিশিষ্ট খড়ার পৌরসভায় শপথ গ্রহণকে ঘিরে টানা পোড়েন। চরমে উত্তেজনা,দলের রাজ্য নেতৃত্বের নির্বাচিত চেয়ারম্যানকে মেনে নিতে পারেনি তৃণমূলের একাংশ।শপথ গ্রহণের আগে খড়ার পৌরসভার সামনে তৃণমূলের দুই পক্ষের বিক্ষোভে ভন্ডুল হয়ে যায় শপথ গ্রহণ।চাপে পড়ে নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য তৎক্ষনাৎ শুরু হয় ভোটাভুটি।আর এই ভোটাভুটিতে তৃণমূলের বিক্ষুব্ধদের পাশে দাঁড়ায় বিজেপির দুই জয়ী কাউন্সিলর।

আরও পড়ুন:- ভেষজ আবির বানিয়ে তাক লাগাল মেদিনীপুর সদরের প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা

Kharar Municipality
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেদিনীপুরে মৃত্যু মহিলার, বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

এতেই নতুন মোড় নেয় খড়ার পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান।রীতিমতো দলীয় নেতৃত্বদের উপস্থিতিতে তৃণমূলের বিক্ষুব্ধদের চাপে পড়ে রাজ্য নেতৃত্বের মনোনীত চেয়ারম্যান সন্ন্যাসী দোলইকে পরিবর্তন করে ভোটাভুটিতে জয়ী হন খড়ার পৌরসভার ৭ নং ওয়ার্ডের তৃণমূলের জয়ী কাউন্সিলর অদ্যুৎ মন্ডল। ভোটাভুটি হয় তৃণমূলের রাজ্য নেতৃত্বের ঘোষিত কাউন্সিলর সন্ন্যাসী দোলই অনুগামী কাউন্সিলর বনাম তৃণমূলের অপর গোষ্ঠী তথা খড়ার শহর তৃণমূলের সভাপতি তথা ৭ নং ওয়ার্ডে তৃণমূলের টিকিটে জয়ী অদ্যুৎ মন্ডলের অনুগামীদের সাথে।শেষমেষ ৬-৪ ব্যবধানে ভোটাভুটি হয় এবং তাতে বিজেপির দুই কাউন্সিলরের সমর্থন পেয়ে ভোটাভুটিতে জয়ী হয়ে খড়ার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন অদ্যুৎ মন্ডল।

Kharar Municipality

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পুরপ্রধান সুবল, তাম্রলিপ্তে দীপেন্দ্র ও এগরায় স্বপন

Advertisement

আরও পড়ুন:- ঘোষিত হল পশ্চিম মেদিনীপুর জেলার সাত পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম

এবিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিষ হুদাইত বলেন,”এই ঘটনা নিন্দনীয়,এটা কোনও দলের শৃঙ্খলা নয়। দল একে সমর্থন করেনা।যারা এসব করলো তারা তৃণমূল হলেও আদেও তৃণমূলে থাকবে কিনা তা ভাবতে হবে। এবিষয়ে উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। খড়ার পৌরসভায় শপথ গ্রহণ ভন্ডুল করে বিজেপির সমর্থনে তৃণমূলের কাউন্সিলর চেয়ারম্যান নির্বাচিত হওয়াকে নিয়ে শাসকদলের গোষ্ঠী কোন্দল ও বিজেপির সাথে তৃণমূলের যোগসাজশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এবিষয়ে ভোটাভুটিতে জয়ী হওয়া চেয়ারম্যান অদ্যুৎ মন্ডল বলেন-“নিজেদের স্বার্থ চরিত্রার্থর জন্য কিছু গোষ্ঠী গজিয়ে উঠেছিল।মমতা ব্যানার্জীর নির্দেশ শীরধার্য ।

Kharar Municipality

আরও পড়ুন:- চোর সন্দেহে মেদিনীপুরে পিটিয়ে খুন যুবককে, আটক ৪

কিন্তু লোকাল কিছু নেতৃত্বের কারচুপির জন্য আজ এমন পরিস্থিতি তৈরি হল তা দল খতিয়ে দেখুক।” ভোটাভুটিতে বিজেপির দুই কাউন্সিলর তৃণমূলের অদ্যুৎ মন্ডলকে সমর্থন করা নিয়ে বলেন,-“সাধারণ মানুষের উন্নয়নের জন্য অদ্যুৎবাবু একটি প্লাটফর্ম তৈরি করেছে তাকে সমর্থন করেছি মাত্র।কিন্তু তৃণমূলের একটি গোষ্ঠী সবকিছু আত্মসাৎ করার পরিকল্পনা করেছিল তাতে পৌরবাসীর উন্নয়ন ব্যহত হত।” আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়,ঘটনাস্থলে ঘাটাল থানার ওসি,এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী মজুত ছিল।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে রেল লাইনের ধারে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক ব্যাক্তির অচৈতন্য দেহ উদ্ধার , এলাকায় চাঞ্চল্য

এ ব্যাপারে রাজ্য তৃণমূল কংগ্রেস এর নির্দেশে ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে খড়ার পৌরসভার ভোটাভুটিতে জয়ী পৌরসভার বর্তমান চেয়ারম্যান অদ্যুৎ মন্ডল কে সাসপেন্ড করল দল। এমনই জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশীষ হুদাইত। এমনকি তার সাথে দলের যোদি কেউ কোনো সম্পর্ক রাখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। পুরপ্রধান পদে তৃণমূল প্রার্থীকে সমর্থন প্রসঙ্গে ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ফ‍াল্গুনী মিশ্র বলেন ‘খড়ার পুরসভার সাধারণ মানুষের স্বার্থ সিদ্ধির জন্য অদ্যুৎ বাবুর নেতৃত্বে উন্নয়ন কমিটি তৈরি হয়েছে। সেইজন্য বিজেপির দুই কাউন্সিলর তাকে সমর্থন করেছেন।”

আরও পড়ুন:- তমলুকে লরি ভর্তি ভোজ্যতেলের গাড়ি চুরির ঘটনায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Kharar Municipality

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.