Home » Illegal Construction : মহিষাদলে রেলের জায়গাতে বেআইনিভাবে গার্ডওয়াল তৈরির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, ক্ষোভ এলাকাবাসীর

Illegal Construction : মহিষাদলে রেলের জায়গাতে বেআইনিভাবে গার্ডওয়াল তৈরির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, ক্ষোভ এলাকাবাসীর

by Biplabi Sabyasachi
0 comments

Teacher accused of illegal construction guard wall at railway station in Mahishadal

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নয়নজুলি ভরাট করে গার্ডওয়াল তৈরীর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। নিজের প্রভাব খাটিয়ে বেআইনিভাবে গার্ডওয়াল তৈরি করা হয়েছে,  অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মহিষাদল ব্লকে নাটশাল ২  গ্রাম পঞ্চায়েতের রঙ্গীবসান গ্রামে। স্থানীয় সূত্রের খবর, এই গ্রামের বাসিন্দা প্রভাস দাস, পেশায় সরকারি বিদ্যালয়ের শিক্ষক। তিনি নয়ানজুলি ভরাট করে একটি গার্ডওয়াল তৈরি করেছেন। যে জায়গায় গার্ডওয়ালটি তৈরি করা হয়েছে সেই জায়গাটি ভারতীয় রেলের আওতায় বলে দাবি স্থানীয়দের ।

আরও পড়ুন:- অর্থের অনুমোদন এলেই মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ পুণরায় শুরু হবে, তদ্বির বিধায়কের

illegal Construction
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ঝাড়্গ্রামের মানিকপাড়া কলেজে অধ্যক্ষকে ঘরবন্দি করে বিক্ষোভ! অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে

কিছুদিন আগেই রেলের জায়গায় স্থানীয় কিছু বাসিন্দা অস্থায়ী নির্মাণ করে ছিলেন। রেল কর্তৃপক্ষের তরফে  তাদের উচ্ছেদ করে দেয়। এই নিয়ে অশান্তিও কম হয়নি। কিন্তু সরকারি স্কুলের শিক্ষক কিভাবে বেআইনি ভাবে রেলের জায়গাতে নয়নজুলি ভরাট করে গার্ডওয়াল নির্মাণ করলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ঢিল ছোড়া দূরত্বে  রামবাগ স্টেশন। সবকিছু দেখেও রেল পুলিশ এক্ষেত্রে চুপ কেন? রেল পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকাবাসীর অভিযোগ, নিজেকে সরকারের প্রতিনিধি বলে জাহির করে থাকেন ওই শিক্ষক। তিনি প্রভাব খাটিয়ে এই বেআইনি নির্মাণ করেছেন। 

illegal Construction

আরও পড়ুন:- ফের পশ্চিম মেদিনীপুরে ফাঁকা বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

Advertisement

আরও পড়ুন:- মাওবাদী হামলার আশঙ্কা! রাত দিন এক করে নাকা চেকিংয়ে বাড়তি জোর জঙ্গলমহলে

যদিও অভিযুক্ত  শিক্ষক প্রভাস দাস বলেন, আমি গার্ড ওয়াল তৈরি করিনি। পশ্চিমপাড়ার বাসিন্দারা নিজেদের মধ্যে বৈঠক করে গার্ড ওয়াল তৈরি করার সিদ্ধান্ত নেয়। আমি আর্থিক  সহযোগিতা করেছি। গার্ড ওয়াল  সম্পর্কে কারো কিছু করার থাকলে  করে নিক। এদিকে পশ্চিম  পাড়া কমিটির সম্পাদক  বিমল মাইতি  বলেন , রেলের জায়গাতে পাড়া কেন নির্মাণ করতে যাবে। ওই গার্ডওয়াল শিক্ষক  তৈরি  করছেন। তমলুক আরপিএফের ওসি  দিজেন্দ্র কুমার, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দপ্তরের আধিকারিকরা তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন:- মোবাইলে ক্যামেরা বন্দি অশ্লীল ভিডিও! দীঘায় প্রতিবেশী মহিলাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

illegal Construction

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.