Home » চুপিসারে ঘুরপথে সিএএ প্রবর্তনের চেষ্টা, বিরোধিতায় মেদিনীপুরে বিক্ষোভ

চুপিসারে ঘুরপথে সিএএ প্রবর্তনের চেষ্টা, বিরোধিতায় মেদিনীপুরে বিক্ষোভ

by Biplabi Sabyasachi
0 comments

CAA

আরও পড়ুন ঃমূল্যায়নে প্রকৃত মেধা সম্পন্ন শিক্ষার্থীরা মর্যাদা পাবে না, ক্ষোভ জেলার শিক্ষক মহলে

পত্রিকা প্রতিনিধি : করোনা পরিস্থিতির মধ্যেই সিএএ-এর বিরুদ্ধে বিক্ষোভ মেদিনীপুর শহরে। শুক্রবার মেদিনীপুর শহরের জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটি। পোড়ানো হয় আইনের প্রতিলিপি। অগ্নিসংযোগ করেন সুশান্ত সাহু। দেশে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর বিক্ষোভে উত্তাল বিভিন্ন রাজ্য।

নিজস্ব চিত্র

আসামে নাগরিকত্ব তালিকায় ১২ লক্ষ হিন্দুর নাম বাতিল হতেই সিএএ নিয়ে বিক্ষোভের পারদ চড়তে থাকে। পরে স্থগিত হয়ে যায় এই প্রক্রিয়া। ফের নাগরিকত্বের নয়া আদেশনামা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জারি করেছে। সংগঠনের দাবি, পূর্বে সিএএ চালু করতে গিয়ে সাধারণ মানুষের প্রবল প্রতিবাদ, বাধায় পিছু হটে ঘুরপথে এটা চালু করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। যা অত্যন্ত সুকৌশলে, আইনি মারপ্যাঁচে বিভ্রান্তি সৃষ্টি করে তারা কার্যত ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের বিজেপির পূর্বঘোষিত নীতিকেই স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে চালু করে জনগণের প্রতিক্রিয়া চাইছেন। যদি তারা এ কাজে সফল হন তাহলে ধীরে ধীরে গোটা দেশেই এই প্রক্রিয়া তারা চালু করবেন।

মেদিনীপুর শহরে বিক্ষোভ

গত ২৮ মে ২০২১ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের একটি আদেশনামা এদেশের গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়ের ১৩ টি জেলায় বসবাসকারী প্রতিবেশী তিনটি দেশের (আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ) হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, শিখ, পার্সি, জৈন সহ আরও কয়েকটি ধর্মাবলম্বী নাগরিকদের নাগরিকত্বের জন্য আবেদন করতে বলা হয়েছে। মূলত অ-মুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। এই প্রক্রিয়াকে ধর্মনিরপেক্ষতার নীতি ও সাংবিধানিক অধিকার বিরোধী বলেও আখ্যা দিয়েছেন সংগঠনের নেতারা। বিক্ষোভে বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্যা ঝর্ণা জানা, জেলা সহ-সভাপতি প্রাক্তন শিক্ষক সুশান্ত সাহু।

Advertisement
Advertisement

মেদিনীপুর শহর ছাড়াও জেলার বেলদা, নারায়ণগড়, কেশিয়াড়ি, তেমাথানি, দশগ্রাম, হরিপুর প্রভৃতি জায়গায় বিক্ষোভ ও প্রতিলিপিতে অগ্নিসংযোগ এবং ডেপুটেশন কর্মসূচী হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের জেলা সম্পাদক দীপক পাত্র বলেন, এই কার্য এদেশের ধর্মনিরপেক্ষতার নীতি ও ঐতিহ্যের সম্পূর্ণ বিরোধী। বিজেপি সরকারের পূর্ব পরিকল্পিত ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের নীতি চালু করার মধ্য দিয়ে তারা প্রণয়ন করতে চাইছে। সেটাই ঘুরপথে পরীক্ষামূলকভাবে চালু করার চেষ্টা করা হচ্ছে। আসলে এর দ্বারা সরকার কোটি কোটি অ-মুসলিম জনগোষ্ঠী নাগরিকদের নাগরিকত্ব হরণ করার চক্রান্ত করছে। আমরা-এর তীব্র প্রতিবাদ জানাই।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

CAA

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.