Home » Bomb Recover : রামপুরহাট কাণ্ডের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরে নজর পুলিশের, উদ্ধার ৬৮ টি বোমা

Bomb Recover : রামপুরহাট কাণ্ডের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরে নজর পুলিশের, উদ্ধার ৬৮ টি বোমা

by Biplabi Sabyasachi
0 comments

Police in Keshpur in West Midnapore recover 68 bombs after Rampurhat incident

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : একসময়ের রক্তাক্ত কেশপুর থেকে শুক্রবার উদ্ধার হল ৬৮টি তাজা বোমা। রামপুরহাটের অভিজ্ঞতা থেকে জেলার কেশপুরে নজর পুলিশের। অভিযান শুরু হতেই বালতিতে করে ৬৮ টি বোমাকে গ্রামের প্রান্তে ফেলে গেল দুষ্কৃতিরা। শুক্রবার সকালে বোম্ব স্কোয়ার্ড সেগুলি নিষ্ক্রিয় করে। ঘটনাটি কেশপুরের ধলহারা এলাকায়। স্থানীয় গ্রামবাসীরা শুক্রবার সকালে প্লাস্টিকের একাধিক বালতিতে বহু পেটো বোম দেখতে পান।

আরও পড়ুন:-স্কুলের গেটের সামনেই রোমিওদের বাড়বাড়ন্ত! ক্ষুব্ধ এলাকাবাসী, সতর্কবার্তা পুলিশ ও কর্তৃপক্ষের

Bomb Recover
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- মায়ের বকুনি খেয়ে পশ্চিম মেদিনীপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

সবগুলি সক্রিয় ছিল। খবর দেওয়া হয় কেশপুর থানার পুলিশে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে একটা চাপা আতঙ্ক তৈরি হয়েছে। গ্রামের মধ্যেই এত বোমা মজুত রয়েছে সেটা জেনে আতঙ্কিত গ্রামবাসীদের একটা অংশ। তবে পশ্চিম মেদিনীপুরের একুশটি থানা এলাকাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর অভিযান শুরু হয়েছে। জানা গিয়েছে, তিনদিন ধরে কেশপুরে পুলিশ অভিযান শুরু করেছিল বোমা উদ্ধারের জন্য। উদ্ধার হয়েছিল বেশ কিছু।

Bomb Recover

আরও পড়ুন:- রামপুরহাটে পুড়িয়ে মারার ঘটনায় জড়িত সকলকে গ্রেফতারের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ

Advertisement

আরও পড়ুন:- পরিবেশ ও স্বাস্থ্য উভয়কে সুস্থ রাখতে সাইকেল চালানোর বার্তা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের

পুলিশের অভিযানের চাপে শেষমেষ রক্ষা পেতে কেউ বা কারা এই বোমাগুলি গ্রামের প্রান্তে ফেলে যায়। বোম্ব স্কোয়ার্ড কর্মীরা বোমা-গুলি সেখান থেকে সরিয়ে একটি জঙ্গলের মাঝে রেখে নির্দিষ্ট পদ্ধতিতে বিস্ফোরণ ঘটায়। কেশপুর থানার ওসি অঞ্জনি কুমার তিওয়ারি জানিয়েছেন, “বোমাগুলি সবটাই সক্রিয় ছিল। ৬৮ টি বোমা উদ্ধার হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে কেশপুর জুড়ে।”

আরও পড়ুন:- দীঘায় বর্ষার চেয়ে এই বসন্তের অকাল ইলিশ তুলনামুলক সস্তা, খুশি রসনাপ্রিয় বাঙালি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Bomb Recover

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.