Chaos at Duare Sarkar
পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা জুড়ে দুয়ারে সরকার (Duare Sarkar) শিবিরগুলিতে উপচে পড়ছে ভিড়। সব থেকে ‘লক্ষ্মী ভান্ডার’ (Laxmi Bhandar) প্রকল্পের আবেদনে ভিড় বেশি মহিলাদের। শিবিরের লাইন ঠিক করতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। বুধবার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতে ছিল দুয়ারে সরকার শিবির। চাঁদড়া উচ্চ বিদ্যালয় (Chandra High School) প্রাঙ্গনের খোলা মাঠের মধ্যে প্রখর রোদ আর গরমে ছাতা মাথায় দাঁড়িয়ে হাজার হাজার মহিলা ও পুরুষ। আবেদন করতে হুড়োহুড়ি শুরু হয় উপভোক্তাদের মধ্যে। নিজেদের মধ্যে বাঁধে তর্কবিতর্কও। অন্যদিকে দেখা যায় পানীয় জলের হাহাকার। স্কুল চত্বরে ছিল না কোনো পানীয় জলের ব্যবস্থা। বিভিন্ন প্রকল্পে আবেদন জমা দিতে আসা মানুষজন ক্ষোভ উগরে দিয়ে বলেন, হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। অথচ প্রশাসন পানীয় জলের কোনো ব্যবস্থা করেনি।
আরও পড়ুন:- দীর্ঘ প্রতীক্ষার অবসান, পূর্ব মেদিনীপুরে প্রাথমিক শিক্ষক পদে প্রশিক্ষণ প্রাপ্ত ৮৩ জনকে নিয়োগ
আরও পড়ুন:- ‘বজ্ররোধী ছাতা’-র মডেল তৈরী করে রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসে সাফল্য পূর্ব মেদিনীপুরের শ্রেয়কের
দোকান থেকে টাকা দিয়ে জল কিনে খেতে হয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্য নয়ন দে জানান, প্রাথমিকভাবে পানীয় জলের একটু সমস্যা হয়েছিল। পরে স্কুলের পাম্প চালিয়ে জলের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, বিভিন্ন প্রকল্প মিলিয়ে এদিন আবেদন জমা পড়েছে পাঁচ হাজারের বেশি। লাইন দিয়ে ফর্ম তোলার সময় মাঝখানে অনেকেই ঢুকে গিয়ে ফর্ম তোলার চেষ্টা করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন অন্যান্য মানুষজন। উপস্থিত পুলিশ কর্মীরা চেষ্টা করেও এত মানুষের ভিড় সামাল দিতে পারেননি। পরে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় গুড়গুড়িপাল থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। লাইনের পাশে ভিড় করে দাঁড়িয়ে থাকা মানুষজনকে সরিয়ে দেয়।
আরও পড়ুন:- দুয়ারে সরকার শিবিরকে কটাক্ষ বিরোধীদের, পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে শিবিরে সহযোগিতা বাম দলের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Chaos at Duare Sarkar
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore