Police arrested another accused in a mobile snatching case in Kharagpur
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গত মঙ্গলবার রাতে খড়গপুর কলেজ এলাকায় এক স্কুলছাত্রীর হাত থেকে মোবাইল ছিনতাই করার ঘটনায় পুলিশ তদন্তে নেমে প্রথমেই গ্রেফতার করেছিল বিশাল পান্ডা কে। কিন্তু তার সঙ্গীর খোঁজে তল্লাশি চালাতে থাকে পুলিশ। গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে মেদিনীপুরের বাসিন্দা সুভজিত রানাকে খড়্গপুরের লালরোড থেকে গ্রেফতার। তার কাছে উদ্ধার হয়েছে ছাত্রীর ছিনতাই যাওয়া মোবাইল (Smart Phone)।
আরও পড়ুন :- মেদিনীপুর পৌরসভার জমি উদ্ধারে ভাঙা হল বাড়ি, আদালতে যাওয়ার হুঁশিয়ারি বাড়ি মালিকদের
মোবাইল ছিনতাই করতে গিয়ে আহত হয় ওই স্কুলপড়ুয়া, এই নিয়ে শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে ছিল । কিন্তু দুদিনের মাথায় গোটা ঘটনার কিনারা করল খড়গপুর টাউন থানার পুলিশ। আজ শুভজিৎ রানাকে খড়্গপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে মোবাইল ছিনতাইয়ের পর ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে ছিল গোটা খড়গপুর শহরে । সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নামে খড়্গপুর টাউন থানার পুলিশ।
Kharagpur Snatching Case
আরও পড়ুন :- কালবৈশাখীর দাপট ঘাটাল-দাসপুরে! ভাঙল ঈদের গেট সহ গাছ ও বিদ্যুতের খুঁটি
২৪ ঘন্টার মধ্যেই মেদিনীপুর শহরের কামারপাড়ার বাসিন্দা বিশাল পান্ডেকে বুধবার রাতেই গ্রেফতার করে খড়্গপুর টাউন থানার পুলিশ । অভিযুক্তর কাছ থেকে ছিনতাইয়ের সময় ব্যবহৃত নীল সাদা স্কুটিটিও উদ্ধার করে খড়্গপুর টাউন থানার পুলিশ। কিন্তু অপর সঙ্গীর খোঁজে তল্লাশি চালাতে থাকে পুলিশ। খড়্গপুরে মোবাইল ছিনিয়ে নিয়ে কার্যত ব্যস্ততম মেদিনীপুর – খড়্গপুর ওটি রোডে চম্পট দেয় দুই ছিনতাইবাজ। এরপরেই খড়গপুর টাউন থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে। বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন ওই ছাত্রী। তিনি ইন্দার বাসিন্দা।
আরও পড়ুন :- মেদিনীপুর পৌরসভার জমি উদ্ধারে ভাঙা হল বাড়ি, আদালতে যাওয়ার হুঁশিয়ারি বাড়ি মালিকদের
আর তখনই ভর সন্ধেবেলায় (৭.১০ মিনিট নাগাদ) খড়গপুরের ব্যস্ততম ইন্দা কলেজ এলাকায় দুষ্কৃতীরা সিনেমার কায়দায় স্কুটিতে চেপে এসে ছাত্রীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ছাত্রী বাধা দেন। কিন্তু একার পক্ষে সম্ভব না হলেও কিন্তু তারপরও হাল ছেড়ে দেননি ওই ছাত্রী। কিন্তু তখন তাঁকে রীতিমতো টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় স্কুটারের পিছনে বসে থাকা দুষ্কৃতী। এরপরেই খড়গপুর থানার পুলিশ ওই স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোটা ঘটনার তদন্ত শুরু করে মেদিনীপুর শহরে কামারপাড়া থেকে ওই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার ঠিক একদিনের মধ্যেই অপর এক অভিযুক্ত শুভজিত রানাকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ।
আরও পড়ুন :- কালবৈশাখীর দাপট ঘাটাল-দাসপুরে! ভাঙল ঈদের গেট সহ গাছ ও বিদ্যুতের খুঁটি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Kharagpur Snatching Case
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore