Home » Paschim Medinipur : পুরভোটে সফল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব, পুণরায় পদে বহাল রেখে আস্থা রাখলেন তৃণমূল সুপ্রিমো

Paschim Medinipur : পুরভোটে সফল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব, পুণরায় পদে বহাল রেখে আস্থা রাখলেন তৃণমূল সুপ্রিমো

by Biplabi Sabyasachi
0 comments

Paschim Medinipur district Trinamool leadership successful in Municipality Election, Trinamool supremo reassures confidence

ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর-খড়্গপুর পৌরসভা নির্বাচনে সাফল্য তৃণমূলের। স্বাভাবিকভাবেই মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পদে সুজয় হাজরা এবং ঘাটালে তৃণমূলের সভাপতি পদে পুণরায় মনোনীত হলেন আশীষ হুতাইত। পশ্চিম মেদিনীপুর জেলার সাতটির মধ্যে সবকটিতেই তৃণমূল ভালো ফল করেছে। তাই নেতৃত্বে তেমন রদবদল করেনি তৃণমূল সুপ্রিমো। 2021-এর বিধানসভা নির্বাচনের পর মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছিল সুজয় হাজরা ও আশীষ হুতাইতকে।

আরও পড়ুন:- সাবধান জঙ্গলের ঝরা পাতায় আগুন লাগানো থেকে, গ্রামে গ্রামে গুপ্তচর রাখছে মেদিনীপুর বন দফতর

Paschim Medinipur
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- এগরায় দ্রুত গতির ডাম্পারের ধাক্কায় মৃত্যু ১ ব্যক্তির

মঙ্গলবার কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলে সাংগঠনিক বৈঠকে অন্যান্য জেলায় নেতৃত্বে রদবদল হলেও মেদিনীপুর ও ঘাটালে রদবদল করা হয়নি। তবে এ জেলা থেকে বাড়তি দায়িত্ব পেলেন মানস ভূঁইয়া। তিনি তৃণমূলের রাজ্য সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি তৃণমূলের মেঘালয় রাজ্যের ইনচার্জ করা হয়েছে। তৃণমূলের রাজ্য কমিটিতে গেলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। জুন মালিয়া রাজ্য সম্পাদিকা হয়েছেন। স্বাভাবিকভাবেই মেদিনীপুরের বিধায়কের দায়িত্ব বেড়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Paschim Medinipur

আরও পড়ুন:- খড়্গপুর শহরে সেভেন এম এম পিস্তল সহ গ্রেফতার এক যুবক

Advertisement

আরও পড়ুন:- শিলাবৃষ্টিতে ক্ষতি আলু, চাষীদের সঙ্গে কথা বলতে গড়বেতায় জমিতে ঘুরলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ

প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ এবং আশীষ চক্রবর্তীকে পুণরায় রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি করা হয়েছে তুষার মন্ডল এবং চেয়ারম্যান মন্ত্রী সৌমেন মহাপাত্রকে। মঙ্গলবার কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক মিটিং-এ জেলার তৃণমূল ও বিভিন্ন গণসংগঠনের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। পুরসভা ভোটে তৃণমূলের সাফল্যের জন্য সকল জেলা নেতৃত্বকে ধন্যবাদ জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এও বলেছেন, যে বা যারা নির্দলদের হয়ে গোপনে কাজ করেছে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আরও পড়ুন:- নির্বিঘ্নে কাটল মাধ্যমিকের প্রথম পরীক্ষা, মেদিনীপুরে প্রস্তুত ছিল পুলিশ

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Paschim Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.