Home » পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, দুর্গতদের উদ্ধারে নামল NDRF

পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, দুর্গতদের উদ্ধারে নামল NDRF

by Biplabi Sabyasachi
0 comments

Flood situation

আরও পড়ুন ঃআগামী শিক্ষাবর্ষ থেকেই তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ চালুর লক্ষ্যে রাজ্য,পরিকাঠামো পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা

পত্রিকা প্রতিনিধি: বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেল‍ার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শুক্রবার দুপুরের পর জেলার অধিকাংশ এলাকায় বৃষ্টি থামলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জেলায়। কেশপুর (Keshpur), দাসপুর(Daspur), ঘাটাল(Ghatal), সবং (Sabang), মেদিনীপুর শহর (Medinipur Town), খড়্গপুর শহর (Kharagpur Town), চন্দ্রকোণা(Chandrakona), গড়বেতা (Garhbeta) সহ জেলার বিভিন্ন ব্লকে মাটির বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশকিছু মাটির বাড়ি জলের তোড়ে ভেঙে গিয়েছে। দাসপুরের (Daspur) রায়কুন্ডু (Raykundu),যাদবনগর (Jadavnagar), নাড়াজোল (Narajole) এবং চন্দ্রকোণার (Chandrkona) যদুপুর (jadupur), আকতকোলায় (Akotkola) নদীর বাঁধ (Dam) ভেঙে হু হু করে জল ঢুকছে গ্রামগুলিতে।

নিজস্ব চিত্র

চন্দ্রকোণা(Chandrakona) ২ ব্লকের বান্দিপুর (bandipur) গ্রামপঞ্চায়েতের ভোতাখালি (Bhotakhali) এলাকায় বন্যার জলে প্লাবিত গ্রামগুলির বাসিন্দাদের উদ্ধার করার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তর (NDRF) এবং কর্মীদের নামানো হয়েছে । চন্দ্রকোনা দুই ব্লকে প্রায় ৫০ টি গ্রাম এবং চন্দ্রকোনা এক ব্লকের প্রায় ২০ গ্রাম ইতিমধ্যেই প্লাবিত হয়েছে । এছাড়াও বেশকিছু এলাকায় নতুন করে শিলাবতী নদীর (Silaboti River) জল ঢুকছে । চন্দ্রকোনা এক ও দুই ব্লক প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে । সেইসঙ্গে বেশকিছু এলাকায় ত্রাণশিবির খোলা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে । দুর্গত মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাবার জন্য নৌকা নামানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ।


কেশপুরের পঞ্চমী( Panchami) সহ ১৫ টি গ্রামপঞ্চায়েত ১২০ টি গ্রাম প্ল‍াবিত হয়েছে। স্পিডবোট (Speed Boat) করে বন্যা দুর্গত মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে । কেশপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে । দুর্গত বহু মানুষকে এখনো উদ্ধার করা যায়নি বলে স্থানীয় বাসিন্দারা জানান । প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় স্পিডবোট নামিয়ে বন্যা দুর্গত মানুষদের উদ্ধারের কাজ চলছে ।তমাল নদী (Tamal River) ও পারাং নদীর 9Parang River) জল ফুলে ফেঁপে ওঠায় এই অবস্থা। প্রচুর পরিমাণ ফসলের ক্ষতির পাশাপাশি ঘরবাড়িরও ক্ষতি হয়েছে । বন্যার জলে ভেসে গেছে বেশ কিছু গবাদী পশু (Cattle)। কপালটিকরি (kapaltikri)এলাকা ও গড়বেতার জনারডিঙ্গি (Jonardingi) এলাকায় বেশ কয়েকটি মাটির বাড়ি ভেঙে গিয়েছে বলে জানা যায়। অপরদিকে ঘাটাল হাসপাতালে (Ghatal Hospital) জল ঢুকে যায় । এমনকি ঘাটাল কলেজের জলমগ্ন । ঘাটালের পুর- প্রশাসক ( Municipality Administrator) বিভাস ঘোষ(Bibhas Ghosh) জানান, রাস্তা সম্প্রসারণের জন্য দুপাশের নালা বন্ধ থাকায় জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। মেদিনীপুর থেকে ঘাটাল(Ghatal)- চন্দ্রকোনা (Chandrakona) কেশপুর (Keshpur) রাস্তায় জল থাকায় বাস চলাচল বন্ধ । ঘাটাল পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলে প্লাবিত হয়েছে। সেইসঙ্গে ঘাটাল ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত প্লাবিত (Flooded) হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Flood situation

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.