Hair
আরও পড়ুন ঃ– মেদিনীপুর শহর লাগোয়া কংসাবতী নদীতে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা ধান জমি, মাথায় হাত কৃষকদের
পত্রিকা প্রতিনিধি: খুব শখ করে লম্বা গোছা চুল রেখেছিলেন । অত্যন্ত যত্নে বাড়িয়ে তুলেছিলেন চুলগুলো ।মাথা থেকে কোমর ছাড়িয়ে গোছা কাজর চুলের জন্য পরিচিত মহলে বেশ সুনাম অর্জন করেছেন । সেই প্রিয় চুলের গোছা এক লহমায় কেটে দিলেন গৃহবধূ । কেমোথেরাপি (Chemotherapy) রোগিদের পরচুলার জন্য দান করলেন তাঁর লম্বা গোছা চুল। তিনি পায়েল পাল, বাড়ি মেদিনীপুর শহরের (Medinipur Town)তলকুইতে (Talkui)। বৃহস্পতিবার পায়েলের (Payel) ৩৩ তম জন্মদিন । জন্মদিনে এমন এক মহতি কাজ করতে পেরে অত্যন্ত খুশি পায়েল ও তাঁর পরিবার, পরিজন, বন্ধুবান্ধবরা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিষয়টি তুলে ধরেছেন পায়েলের এক বন্ধু। দিনভর প্রশংসা আর শুভেচ্ছায় ভরে যায় সেই পোস্ট।
আরও পড়ুন ঃ– হলদিয়ার বানভাসি এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক
মুম্বাইয়ের(Mumbai) একটি সংস্থা গোটা দেশ থেকে চুল সংগ্রহ করে ক্যান্সার আক্রান্তদের জন্য পরচুলার তৈরি করে বিনামূল্যে সেগুলি সরবরাহ করে থাকে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, পরিচিতদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন পায়েল। তারপরেই নিজে চুলদান করার জন্য মনস্থির করেন। চার বছর ধরে অত্যন্ত যত্নে বাড়িয়ে তুলেছিলেন ঘন কালো চুলl বৃহস্পতিবার তাঁর জন্মদিনে সেই গোছা থেকে ২০ ইঞ্চি কেটে মুম্বাইয়ের সংস্থায় কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছেন ।পায়েল মডেলিং করেন ।তাতে চুল অত্যন্ত গুরুত্বপূর্ণ । সেসব কথা না ভেবেই অবলীলায় চুল দেন। হাসিমুখেই পায়েল বললেন জন্মদিন এটা করতে পেরে খুব ভালো লাগছে। আবারও চোখ বড় করে আবারও দিয়ে দেব। পায়েলের স্বামী অরিন্দম দাস (Arindam Das) বললেন পায়েলের এমন সিদ্ধান্তে আমি খুব খুশি ও গর্ব বোধ করছি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Hair
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore