Home » ২১ দিন ব্যাপী ধর্মঘট অব্যাহত, এবার আটকানো হল খড়্গপুর আই আই টি-র বাস

২১ দিন ব্যাপী ধর্মঘট অব্যাহত, এবার আটকানো হল খড়্গপুর আই আই টি-র বাস

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: খড়গপুর আইআইটি ক্যাম্পাসে দোকানপাট বন্ধ, তাই সিদ্ধান্ত নেওয়া হয় আবাসিকরা বাইরে বেরিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র বাজার করে ফিরবেন কিন্তু তাতেও বাধার মুখে পড়তে হল তাঁদের । আইআইটির মধ্যে থাকা অধ্যাপক, চাকুরিজীবি ও অন্যান্য পরিবারের লোকেরা আজ( শুক্রবার-৩ অক্টোবর) বাসে করে যখন প্রেমবাজারে আসছিলেন ঠিক সেই সময়ই বাসটিকে আটকে দেয় আইআইটি ক্যাম্পাস সপ অনার্স ভেন্ডার এন্ড সপ ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা , এবং ফিরিয়ে দেওয়া হয় বাসটিকে । এমতাবস্থায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা আবাসিকরা । আইআইটি কতৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিলেন, কয়েকদিন যাবৎ ধর্মঘট চলাকালীন খড়গপুর আইআইটি থেকে থেকে বাস ছাড়া হবে বাজারের জন্য ।আর সেই বাস করে বাইরে বেরিয়ে তারা বাজারহাট করতে পারবেন ।২১ দিনের টানা ধর্মঘট আইআইটি খড়গপুরে ,সঙ্কটের মুখে পরিষেবা । IIT Kharagpur, IIT Kharagpur, IIT Kharagpur

খড়্গপুর আই আই টি-র বাস আটকালেন আন্দোলনকারীরা

আরও পড়ুন- মেদিনীপুর শহর ও সদরের ১৯ জন সহ খড়্গপুরে করোনায় আক্রান্ত ৫০, পশ্চিম মেদিনীপুর জেলায় ১৪৬


সম্প্রতি এক সদস্য ও আন্দোলনের নেতৃত্ব কে হেনস্তার প্রতিবাদে আইআইটি খড়গপুর ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত সমস্ত দোকানদাররা আগামী ২১ দিনের জন্য ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ।বৃহস্পতিবার সকাল থেকেই অভ্যন্তরীণ সমস্ত দোকান বন্ধ থাকবে বলে জানিয়ে দেয় ক্যাম্পাসের অভ্যন্তরে থাকা দোকান ও দোকান কর্মচারীদের সংগঠন তথা আইআইটি ক্যাম্পাস শপ ওনার্স, ভেন্ডার এন্ড শফ ওয়াকার্স অ্যাসোসিয়েশন । লকডাউন থেকেই একাধিক দোকানপাট বন্ধ রয়েছে আইআইটি ক্যাম্পাসের মধ্যে আর সেইসব খোলার দাবিতে কদিন আগেই আইআইটি গেটের বাইরে বিক্ষোভ দেখায় অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মী সদস্যরা। তাদের দাবি IIT ক্যাম্পাসের মধ্যে থাকা দোকানদারের দাবি আনলক ৪ পর্বে কেন্দ্র সরকারের গাইড লাইন মেনে ক্যাম্পাসের অভ্যন্তরে থাকা দোকানদারদের স্বাভাবিক ব্যবসা করতে দিতে হবে। এর সাথে সাথে লকডাউন এর জেরে ছ’মাস ধরে দোকান বন্ধ থাকার কারণে দোকানদারকে আর্থিক সাহায্যের জন্য আই আইটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তাদের নেতা পূর্ণেন্দু পানিগ্রাহী কে হেনস্তা করে বলে অভিযোগ ।আর এই অভিযোগের ভিত্তিতে টানা ২১ দিনের ধর্মঘটের পথে হাঁটল আই আই টির অভ্যন্তরে থাকা দোকানপাট গুলির মালিক ও সদস্যরা । এবং তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন খোলা থাকবে কোনো দোকান , ফলে চরম ভোগান্তিতে ভুগতে হবে আইটি কর্তৃপক্ষ এবং ক্যাম্পাসের মধ্যে থাকা আবাসকিদের। আজ আইআইটি টেক মার্কেটের বাইরে দোকানদাররা গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ দেখায় আইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.