Khagendranath Khamrui, a renowned physician of Medinipur, passed away
ওয়েবডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: প্রয়াত হলেন মেদিনীপুরের সুচিকিৎসক খগেন্দ্রনাথ খামরুই। বৃহস্পতিবার রাত্রি প্রায় বারোটা নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স 92 বছর। দীর্ঘ 65 বছর ধরে মেদিনীপুর শহরে বিখ্যাত সুচিকিৎসক হিসেবে পরিচিত লাভ করেছিলেন। জেলাজুড়ে তার সুনাম আজও গর্বের সঙ্গে জড়িয়ে। বিনে পয়সায় হাজার হাজার মানুষের চিকিৎসা করে গিয়েছেন তিনি।
আরও পড়ুন:- করোনা সংক্রমণ রুখতে এগরা পুরসভায় লকডাউন
আরও পড়ুন:- জমিতে অজানা জন্তুর পায়ের ছাপ! ফের ‘বাঘের আতঙ্ক’ ঝাড়গ্রামে
অনেকেই বলেন, ছাত্রাবস্থায় তিনি পণ করেছিলেন ডাক্তার হয়ে গরীব মানুষের চিকিৎসা করার জন্য। ডাক্তার হয়ে তার সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। তিনি টাকা না থাকলেও রোগীর বাড়িতে গিয়েও চিকিৎসা করেছেন। রিক্সা ভাড়া না দিতে পারলেও তিনি নিজের টাকা খরচ করে এসেছে। সেই গরিবের ‘মাসিহা’র মৃত্যুতে শোকস্তব্ধ মেদিনীপুরবাসী।
Khagendranath Khamrui
আরও পড়ুন:- তিলকা মুর্ম্মুর আত্মবলিদান দিবস পালন পশ্চিম মেদিনীপুরে
আরও পড়ুন:- মেদিনীপুরে ঘুড়ির সিন্থেটিক মাঞ্জা সুতোর বিরুদ্ধে অভিযান মেদিনীপুর পৌরসভার
তাঁর সান্নিধ্য পেয়ে অনেক ছাত্র আজ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। শহরের গোলকুঁয়াচকে নিজের চেম্বার দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে এসেছেন। তাঁর সঠিক চিকিৎসা পরিষেবায় জেলার বাইরের মানুষজনও উপকৃত হয়েছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার পরিজনসহ শহরবাসী। শুক্রবার সকাল 12 টা নাগাদ মেদিনীপুর শহরের পদ্মাবতী শশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতাকে জ্যান্ত কবর দেওয়ার হুমকি, চাঞল্য এলাকায়
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Khagendranath Khamrui
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Khagendranath Khamrui, a renowned physician of Medinipur, passed away. He died at about midnight on Thursday. He was 92 years old at the time of his death. For a long 65 years, he was known as a famous psychiatrist in Medinipur. His reputation throughout the district is still associated with pride. He has treated thousands of people for free.
Many say he bet as a doctor to treat poor people as a student. Being a doctor, he has kept his word to the letter. Although he did not have money, he went to the patient’s house and treated him. Although he could not afford to rent a rickshaw, he came at his own expense.
Many students are working as doctors in different hospitals of the district due to his closeness. Golkunyachke of the city has been undergoing treatment in his chamber for a long time. People outside the district have also benefited from his proper medical services. City dwellers including family members mourning his death. His last rites were performed at Padmavati Shashan Ghat in Medinipur town around 12 noon on Friday.