Jangalmahal Utsav (Festival) of West Midnapore District started in Midnapore at district collectorate compound
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: এবারে জঙ্গলমহল উৎসব শুরু হলো জেলা কালেক্টরেট প্রাঙ্গনে। জেলা শাসক রশ্মি কমল জানান, সম্প্রতি কালেক্টরেট ভবনটি হেরিটেজ ঘোষণা হয়েছে। জেলাবাসী যাতে জঙ্গলমহল উৎসবের পাশাপাশি হেরিটেজ ভবনটি দেখার সুযোগ পান তার জন্য এই আয়োজন। এদিন জঙ্গলমহল উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্ত্রী শশী পাঁজা, হুমায়ুন কোবির, বিধায়ক জুন মালিয়া সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।
আরও পড়ুন:- ঐতিহ্যে থাবা বসাল করোনা! পশ্চিম মেদিনীপুরের বামুনবুড়ির পুজোতে ভক্তদের ভিড় নিয়ন্ত্রণে
আরও পড়ুন:- প্রয়াত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামী অধ্যাপক গোষ্ঠবিহারি সেন
ধারাবাহিক অনুন্নয়ন স্বজনপোষণে জর্জরিত জঙ্গলমহলের মানুষ অনেক আশা ভরসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে ক্ষমতায় এনেছিলেন। আর তারপর থেকেই পরিস্থিতির আমূল পরিবর্তন হতে থাকে। তারই প্রতিচ্ছবি হিসেবে আট বছর ধরে হয়ে আসা এই জঙ্গলমহল উৎসব। সন্ত্রাস, বেকারি, বঞ্চনা, অনুন্নয়নের জেরে সাধারণ মানুষের মনে যে ক্ষোভ তৈরি হয়েছিল, সেই ক্ষোভ শান্তি ও স্বস্তিতে পরিণত হয় একমাত্র উন্নয়নকে হাতিয়ার করে।
Jangalmahal Utsav (Festival)
আরও পড়ুন:- মেদিনীপুর গ্রামীণে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে! কর্মসূচীতে অনুপস্থিত প্রধান, উপপ্রধান সহ সাতজন পঞ্চায়েত
আরও পড়ুন:- MKDA-এর সাংসদ তহবিলের টাকা আটকে রাখার অভিযোগে বিজেপির ৪০০ হোর্ডিং পশ্চিম মেদিনীপুরে
জঙ্গলমহল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এভাবেই রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করে দেখিয়েছেন এবং এখনো প্রতিশ্রুতি রেখে চলেছেন। আর এর ফলে বাংলার প্রতিটি ঘরে রাজ্য সরকারের এক বা একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর ও উন্নয়ন পর্ষদের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল উৎসব শুরু হলো সোমবার থেকে জেলা কালেক্টর প্রাঙ্গনে। রয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের স্টল।
আরও পড়ুন:- জেলায় মোট সংক্রমিত ২৮৪১, মেদিনীপুর হাসপাতালে বন্ধ হয়ে গেল দু’টি ওয়ার্ড, ঘাটালে চিকিৎসকের সংকট
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Jangalmahal Utsav (Festival)
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: This time the Jangalmahal Utsav (Festival) started at the District Collectorate premises. District Governor Rashmi Kamal said the Collectorate building has recently been declared a heritage. This arrangement is for the people of the district to get a chance to see the heritage building along with the Jangalmahal festival. Minister Shashi Panja, Humayun Kobir, MLA Jun Malia, and other public representatives and officials were present on the occasion.
Mamata Banerjee was brought to power in 2011 by the people of Jangalmahal who are suffering from continuous underdevelopment. And since then the situation has changed radically. This Jangalmahal festival held for eight years as a reflection of it. The anger that created in the minds of the common people due to terrorism, unemployment, deprivation, and underdevelopment, turned into peace and comfort and became the only tool for development.
Minister Shashi Panja praised the state government for attending the inaugural function of the Jangalmahal festival. He said that the Chief Minister has done what he said and is still keeping his promise. And as a result, every household in Bengal is getting the benefit of one or more projects from the state government. The Jangalmahal festival of West Midnapore district started on Monday at the District Collector’s premises on the initiative of the Western Region Development Affairs Department and Development Board. There are stalls of various government projects.