Home » Corona Second Dose: করোনার দ্বিতীয় ডোজে অনীহা ৩৫ শতাংশের, পশ্চিম মেদিনীপুর জেলায় মোট সক্রিয় রোগীর সংখ্যা ২২১৮

Corona Second Dose: করোনার দ্বিতীয় ডোজে অনীহা ৩৫ শতাংশের, পশ্চিম মেদিনীপুর জেলায় মোট সক্রিয় রোগীর সংখ্যা ২২১৮

by Biplabi Sabyasachi
0 comments

In the second dose of corona, reluctance is 35 percent

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: দ্বিতীয় ডোজ নিতে অনীহা 35 শতাংশ মানুষজন। বেশকিছু দিন ধরে সংক্রমিতের সংখ্যা বাড়লেও গত চব্বিশ ঘণ্টায় সংক্রমণ কমেছে পশ্চিম মেদিনীপুরে। জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমিতের সংখ্যা 118 জন। এ পর্যন্ত মোট সক্রিয় রোগীর সংখ্যা 2218। আগের থেকে সংক্রমণের সংখ্যা কমায় অনেকটা স্বস্তি।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের মাথায় উড়ছে ড্রোন , ক্ষুব্ধ সাংসদ দিব্যেন্দু

Corona Second Dose
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- দূষণরোধে দীঘার সৈকতে ঘোড়াদৌড়ে নিষেধাজ্ঞা প্রশাসনের

তবে তার মাঝেও স্বাস্থ্য দপ্তরের চিন্তা বাড়াচ্ছে দ্বিতীয় ডোজ না নেওয়া 35 শতাংশ মানুষজন। সাধারণ মানুষের মধ্যে অনীহা দেখা দিয়েছে বলে মানছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাঁসদা বলেছেন, দ্বিতীয় ডোজ নিতে এখনো প্রায় 35 শতাংশ বাকি আছে।

Corona Second Dose

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে ব্যাঙ্ক জালিয়াতির কবলে পড়ে শিক্ষক খোয়ালেন সাড়ে ৬ লক্ষ ট‍াকা

আরও পড়ুন:- নির্ধারিত দিনে বিকেল পর্যন্ত ভ্যাকসিন না পাওয়ায় ঝাড়গ্রামে পথ অবরোধ ছাত্রীদের

সময় পেরিয়ে যাওয়ার পরও যারা টিকা নিচ্ছেন না, তাদের বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে আশা কর্মীদের। এতে অনেকটা কাজ হচ্ছে। এদিকে দ্বিতীয় ডোজ সম্পন্ন করার লক্ষ্যে শালবনী ব্লকের আশাকর্মী, জনপ্রতিনিধি, সমাজকর্মী সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করল শালবনী ব্লক প্রশাসন।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বন্দুক ও কার্তুজ উদ্ধার স্থানে তদন্তকারী দল, শুরু রাজনৈতিক চাপানোতর

বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক মনোজিৎ বিশ্বাস, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি সহ অন্যান্যরা। নেপালবাবু জানান, যারা এখনও দ্বিতীয় ডোজ নেয়নি তাদের সচেতন করে, তাদের মধ্যে যে ভুল চিন্তাভাবনা রয়েছে তা ভাঙিয়ে দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করার জন্য এই বৈঠক।

আরও পড়ুন:- মেলা-খেলা অনেক হল, এবার পঠনপাঠন শুরু কর! মেদিনীপুরে বিক্ষোভ ছাত্র-ছাত্রী, অভিভাবকদের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Corona Second Dose

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.