Home » অতি ভারী বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলায় ক্ষতিগ্রস্ত ৮৭ হাজার বাড়ি, মৃত্যু ২০ জনের, নতুন করে কনকাবতীতে ভেঙে চুরমার তিনটি বাড়ি

অতি ভারী বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলায় ক্ষতিগ্রস্ত ৮৭ হাজার বাড়ি, মৃত্যু ২০ জনের, নতুন করে কনকাবতীতে ভেঙে চুরমার তিনটি বাড়ি

by Biplabi Sabyasachi
0 comments

Heavy Rain

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: নিম্নচাপের জেরে কখনো ভারী, কখনো অতি ভারী বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরে। টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জল জমে দুর্ভোগে মানুষজন। যেসব এলাকায় অতিতে বৃষ্টির জল পৌঁছায়নি, এবারে সেখানেও পৌঁছে গিয়েছে। আশ্রয় হারিয়েছেন কয়েক হাজার মানুষ। কয়েক হাজার একর কৃষি জমি জলের তলায়। পরিস্থিতির দিকে নজর রেখেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অতিবৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলায় গত ১৬ দিনে ৮৭ হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। প্রাণহানির ঘটনা ঘটেছে ২০ জনের, ৭ লক্ষের উপর মানুষ বন্যা দুর্গত। ত্রিপল বিলি হয়েছে ৩৮ হাজারের বেশি। ফের ভারী বৃষ্টি হলে আরও বহু এলাকা প্লাবিত হতে পারে। তার মাঝে নতুন করে মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ায় কংসাবতী নদী ফুলে উঠেছে।

আরও পড়ুন:- বিজেপির পঞ্চায়েত সদস্যকে নিয়ে মেদিনীপুর সদরের মনিদহতে উপপ্রধান গড়ল তৃণমূল

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু মহিলার, এল‍াকায় চাঞ্চল্য

আরও পড়ুন:- মেদিনীপুর সদরে ভারি বর্ষণে ভেঙে পড়ল সংযোগ সড়ক, বিচ্ছিন্ন ১২ টি গ্রাম, বিপাকে এলাকাবাসী

যার জেরে মেদিনীপুর গ্রামীণের মনিদহ, চাঁদড়া, ধেড়ুয়া এলাকার বিভিন্ন গ্রামের কৃষি জমি ধ্বসে পড়ছে নদীগর্ভে। পাশাপাশি মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী এলাকায় ভেঙে চুরমার হয়ে গেল তিনটি মাটির বাড়ি। স্থানীয়রা জানান, জঙ্গলের সমস্ত জল ওই বাড়ির এলাকায় ঢুকে পড়ে। কোন নালা না থাকায় সম্পূর্ণ জল এসে বাড়ির দেওয়ালে ধাক্কা মারায় ক্ষতিগ্রস্ত হয়। তবে বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। আগাম সর্তকতা নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন পরিবারের সদস্যরা। পঞ্চায়েত সদস্য বাবাই মাঝি জানিয়েছেন, অতিবর্ষণের কারণে তিনটি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরো অন্যান্য বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জল যাতে ওই এলাকায় প্রবেশ করতে না পারে তার জন্য একটি নালা কাটা হয়েছে।

আরও পড়ুন:- প্রবল বর্ষণে ফের জলমগ্ন মেদিনীপুর শহর

আরও পড়ুন:- মেদিনীপুর শহরে শুরু হল তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Heavy Rain

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

Web Desk, Biplabi Sabyasachi online paper: Due to low pressure, sometimes heavy, sometimes very heavy rain has fallen in West Midnapore. People are suffering due to waterlogging in different areas due to continuous rains. Areas that did not receive rainwater in the past have now been reached. Thousands of people have lost their homes. Thousands of acres of agricultural land underwater. The district administration is keeping an eye on the situation. According to district administration sources, more than 87,000 houses have been damaged in the last 16 days in West Midnapore district due to heavy rains. The death toll has risen to 20, with over 7 lakh people affected by the floods. Triple delivery has been more than 38 thousand. Many more areas could be flooded if heavy rains occur again. The river Kangsavati has swelled due to the release of water from the Mukutmanipur reservoir.

Due to which agricultural lands of different villages of Manidah, Chandra and Dherua areas of Medinipur Grameen are collapsing in the riverbed. Besides, three mud houses were demolished in Kankabati area of ​​Medinipur Sadar block. According to the locals, all the water from the forest entered the area of ​​the house. As there is no drain, all the water came and hit the wall of the house. However, the house was completely damaged but no one was injured. The family members took shelter elsewhere with advance warning. Panchayat member Babai Majhi said three houses were completely damaged due to heavy rains and more houses are likely to be damaged. A ditch has been cut to prevent water from entering the area.

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.