Elephant torture again
আরও পড়ুন ঃ- কেশিয়াড়িতে ফের হাতির তান্ডব, আতঙ্কে এলাকাবাসী
আরও পড়ুন ঃ-সাউরির নিঁখোজ নাবালিকাকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার যুবক
আরও পড়ুন ঃ-“ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য টাকা দিচ্ছে, এটা ভোটের আগে উপঢৌকন”,তমলুকে মন্তব্য শুভেন্দুর
পত্রিকা প্রতিনিধি দাঁতন ও কেশিয়ারি ব্লকের বিভিন্ন গ্রামে দুদিন ধরে ব্যাপক তাণ্ডব চালালে হাতির দল। বুধ ও বৃহস্পতিবার প্রায় ত্রিশ টি হাতি দাঁতনের এক নম্বর অঞ্চলের ধুড়িয়া , হড়কিশোল ও অন্ত্রিগ্রামে ও কেশিয়াড়ীর দক্ষিণডিহা এলাকায় ব্যাপক তান্ডব চালায়। হাতির দলের তাণ্ডবে বিঘার পর বিঘা আলু ,জমির সরষে ও অন্যান্য সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় কৃষকদের বক্তব্য ,কম করে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল কুমড়ো নষ্ট করেছে হাতি। হাতি তাড়াতে বন কর্মী ও হুলা পার্টির সদস্যরা আসেন ।অবশেষে বৃহস্পতিবার বিকেলের দিকে নয়াগ্রামের দিকে তাড়িয়ে দেওয়া হাতিগুলোকে । কৃষকদের মধ্যে ভোগীনন্দন জানা, সুধাংশু মহাপাত্র ,সারথী পাল, অনন্ত দলই, সুকুমার মহাপাত্র, সুজয় জানারা বলেন, হাতির তাণ্ডবে বিঘার পর বিঘা কুমড়া, ফুলকপি তছনছ হয়েছে। সময়মতো বনকর্মীরা এলে হয়তো কিছু ফসল বাচানো সম্ভব হতো। কৃষকরাই বনদপ্তরের উপর ক্ষোভ উগরে দিয়েছেন । হাতির অপর একটি পাল রয়েছে ঝাড়গ্রামের গুপ্তমারী পার্শ্ববর্তী জঙ্গলে ভোরের দিকে কাসাই নদী পেরিয়ে মেদিনীপুর সদর ব্লকের চলে আসার সম্ভাবনা রয়েছে ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant torture again
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore