Garbeta Road Accident
পত্রিকা প্রতিনিধি: রবিবার পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার গড়বেতা (Garbeta) থানার বাঁশদা (Bansda) এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। গড়বেতার দেওয়ান (Deoyan) এলাকা থেকে ফুটবল খেলতে পিকআপ ভ্যানে ভর্তি হয়ে বোষ্টমমোড় (Bostammor) এলাকায় যাচ্ছিলেন প্রায় 30 জন যুবক। বাঁশদা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যাওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আরও দুই যুবকের মৃত্যু হয়। অন্যান্যরা আপাতত সুস্থ থাকলেও গড়বেতা থেকে ছ’জনকে মেদিনীপুর হাসপাতাল স্থানান্তরিত করা হয়। এদের মধ্যে কারও পা, কারও হাত ভেঙে গিয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু একজনের, আহত কমপক্ষে ২০ জন
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে সাতসকালে উদ্ধার অপরিচিত যুবকের মৃতদেহ
এক যুবকের এখনও (খবর পাওয়া পর্যন্ত) হুঁশ না ফেরায় কলকাতায় (Kolkata) স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে মেদিনীপুর হাসপাতালে (Medinipur Hospital) আহতদের দেখতে যান তৃণমূলের (TMC) জেলা সভাপতি সুজয় হাজরা (Sujay Hazra) ও যুব সভাপতি সন্দীপ সিংহ (Sandip Singha)। কলকাতায় স্থানান্তরিত করা যুবককে ভর্তির সমস্ত রকম ব্যবস্থা করেন সুজয় হাজরা। সন্দীপ সিংহ জানান, খুবই মর্মান্তিক ঘটনা। রাজনৈতিক ছাড়াও খেলাধূলার সঙ্গে পরিচয় ছিল আমার ওই যুবকদের সাথে। চিকিৎসকের সঙ্গেও কথা হয়েছে। সবরকম সাহায্যে পাশে আছি।
আরও পড়ুন:- মেদিনীপুরের হোম থেকে পলাতক এক আবাসিক উদ্ধার, বাকি ২ জনের খোঁজে পুলিশ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Garbeta Road Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore